Saturday, December 6, 2025

মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্য, বারাসতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ জানাচ্ছে তৃণমূল

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিপূর্ণ মন্তব্য করাটা অভ্যাসে পরিণত করেছে বিজেপির নেতা নেত্রীরা। সেই দলে নাম লিখিয়েছেন বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারও। এ বার এক তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। শনিবার অশোকনগরে এক প্রচার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। সেখানেই তিনি কুরুচিকর মন্তব্য করেন মুখ্যমন্ত্রীকে। সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন এবং নিয়োগ দুর্নীতির জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেন তিনি। স্বপন বলেন, সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন এবং নিয়োগ দুর্নীতিতে যে সব স্কুল শিক্ষকের চাকরি গিয়েছে, তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। তাই তাঁকে শাস্তি দিতে হবে। তৃণমূলের অভিযোগ, এর পরেই মুখ্যমন্ত্রী প্রসঙ্গে ছাপার অযোগ্য ভাষায় মন্তব্য করেন বিজেপি প্রার্থী। বিষয়টি জানার পরেই অশোকনগর বিধানসভা এলাকা তৃণমূলের পক্ষ থেকে জেলার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়। বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেছেন। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক।
রবিবার তৃণমূলের তরফে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে। এর আগেও একাধিক বার তাঁর বিরুদ্ধে তৃণমূল নেতৃত্বের প্রতি নানা রকম অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন স্বপন। সেই থেকেই মতুয়া সম্প্রদায়ের এই বিধায়ক রাজ্য বিজেপির অন্যতম নেতা হিসেবে পরিচিত। কখনও তৃণমূল নেতাদের হাত-পা ভেঙে দেওয়ার নিদান দিয়েছেন,আবার জুতোপেটা করার মতো মন্তব্য করে বার বার বিতর্ক বাড়িয়েছেন। আসলে বারাসাত লোকসভায় মতুয়া ভোটের কথা মাথায় রেখেই তাঁকে প্রার্থী করেছে বিজেপি। আর সেই ভোটের প্রচারে নেমে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বিতর্ক বাধিয়েছেন স্বপন। আপাতত স্বপনের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগের পর কমিশন কী সিদ্ধান্ত নেয়, সে দিকেই তাকিয়ে বিজেপি।




spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...