Tuesday, January 13, 2026

সামনেই বিশ্বকাপ, তার আগে দল নিয়ে বৈঠক রোহিত-আগরকারের : সূত্র

Date:

Share post:

সামনেই টি-২০ বিশ্বকাপ। আগামী ১ জুন থেকে থেকে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর সূত্রের খবর, ভারতীয় দল নিয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আলোচনা করতে শনিবার দিল্লি উড়ে গিয়েছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকার। জানা যাচ্ছে, রোহিতের সঙ্গে বৈঠক করতেই দিল্লি গিয়েছেন তিনি।কারণ সামনেই বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের দল নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। কারণ বুধবারের মধ্যে দল ঘোষণা করতে হবে প্রতিযোগী দেশগুলিকে। আর তাই দল চূড়ান্ত দল নিয়ে আলোচনা করতেই রোহিতের সঙ্গে বৈঠকে বসছেন আগারকার।

সূত্রের খবর, এই বৈঠকে সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে আলোচনা হতে পারে অধিনায়ক এবং প্রধান নির্বাচকের মধ্যে । মনে করা হচ্ছে এই আলোচনার মূল বিষয় হতে পারেন হার্দিক পান্ডিয়া। কারণ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক এখনও মেলে ধরতে পারেননি নিজেকে। আর সূত্রের খবর , হার্দিক-এর পারফরম্যান্সে তেমন খুশি নন প্রধান নির্বাচক। তবে সূত্রের খবর, হার্দিককে ১৫ জনের দলে রাখা হবে।দলে সুযোগ পাবেন রিঙ্কু সিং এবং শিবম দুবের মধ্যে যেকোন এক ক্রিকেটার। অপর দিকে আলোচনা হতে পারে দ্বিতীয় উইকেটরক্ষক নিয়েও। কারণ জানা যাচ্ছে, প্রথম উইকেটরক্ষক হিসেবে আগরকারের প্রথম পছন্দ ঋষভ পন্থ।। তাই পন্থের জায়গা পাকা। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে লোকেশ রাহুলের সঙ্গে মূল লড়াই সঞ্জু স্যামসনের। কারণ লখনৌ সুপার জায়ান্টস অধিনায়কের প্রতি আস্থা রয়েছে রোহিতের। আবার টি-২০ ক্রিকেটে কোচ রাহুল দ্রাবিড়ের বেশি পছন্দ রাজস্থান রয়্যালসের অধিনায়ককে। তাই দ্বিতীয় উইকেটরক্ষক নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আলোচনায় আছেন ফর্মে থাকা তিলক বর্মাও। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর অফ স্পিনকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হতে পারে। এদিকে তৃতীয় স্পিনার হিসাবে দলে থাকার লড়াইয়ে আছেন অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোই। তবে জানা যাচ্ছে, আইপিএলে ভাল ফর্মে থাকলেও যুজবেন্দ্র চ্যাহাল সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। ব্যাটের হাত ভাল না হওয়ায় তাঁকে বিশ্বকাপের দলে চাইছেন না দ্রাবিড়। সূত্রের খবর, বিশ্বকাপের ১৫ জনের দলের ১০টি জায়গা কার্যত চূড়ান্ত করে ফেলেছেন জাতীয় নির্বাচকেরা। তাতে সায় রয়েছে কোচ দ্রাবিড় এবং অধিনায়ক রোহিতেরও। আলোচনা হবে বাকি পাঁচটি জায়গার জন্য। এদিকে মনে করা হচ্ছে, আগামী ১ মে বিশ্বকাপের দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।এখন দেখার বিশ্বকাপের দরজা কাদের জন্য খোলে।

আরও পড়ুন-ফের শাস্তি পেলেন ঈশান কিষাণ, কি করলেন মুম্বইয়ের উইকেটরক্ষক?

spot_img

Related articles

যৌনতার ট্যাবু ভেঙে সোশ্যাল মিডিয়ার নির্ভীক কণ্ঠস্বর, জনপ্রিয়তার শিরোনামে গল্পকার সীমা!

ভারতীয় সংস্কৃতিতে যৌনতা (Sex) নিয়ে কথা বলার ক্ষেত্রে বরাবরই একটা ট্যাবু কাজ করেছে। খুব সহজ স্বাভাবিক বায়োলজিক্যাল একটা...

এসআইআর শুনানি ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভ! অবরোধ-বিক্ষোভে উত্তাল একাধিক জেলা

ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতি সংশোধনের নামে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায়...

বিজেপি বিধায়কের মুখে অশ্লীল ভাষা: শাস্তির বদলে সাফাই দিল রাজ্য নেতৃত্ব!

বাংলায় যে ধরনের ভাষা সন্ত্রাস আগে কখনও দেখা যায়নি, বিজেপির বাড় বাড়ন্ত হওয়ার পর সেই ছবিই এই রাজ্যে...

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...