Thursday, August 28, 2025

সোমবারের দুপুরে নয়া রেকর্ড গড়ল কলকাতা। ঘড়ির কাঁটায় ঠিক ২.৩০ মিনিট, চুয়াল্লিশ বছরের রেকর্ড ভেঙে গরমের পারদ চড়ল ৪১.৭ ডিগ্রিতে। ১৯৮০ সালের ২৫ এপ্রিল, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। এটাই কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিল মাসে (Record temperature in Kolkata)। এটি স্বাভাবিকের থেকে ৬.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস বলছে এখনই গরম থেকে মুক্তির কোনও পথ নেই। ১৯৫৪ সালের ২৫ এপ্রিল  কলকাতায় তাপমাত্রা ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। এবার সেই রেকর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন হাওয়া অফিসের কর্তারা। চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাসেও আশার আলো দেখছে না দক্ষিণবঙ্গ।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)বলছে আগামী শুক্রবার পর্যন্ত পারদ পতনের কোনও সম্ভাবনা নেই। দিনের বেলা সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ২০-৪০ শতাংশের আশপাশে থাকতে পারে। ৭০ থেকে ৯০ শতাংশের আশপাশে থাকতে পারে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা। আর সেই কারণেই অস্বস্তি আরও বাড়ছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মু্র্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমানে তীব্র তাপপ্রবাহ চলবে আগামী বুধবার পর্যন্ত। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে আবার জারি করা হয়েছে লাল সতর্কতা। দার্জিলিং এবং কালিম্পঙে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার নাগাদ দুই ২৪ পরগনা আর মেদিনীপুরে বৃষ্টি হবে তবে স্বস্তি মিলবে না।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version