Wednesday, November 5, 2025

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উড়ল প্যালেস্তাইনের পতাকা! গ্রেফতার কমপক্ষে ১০০০

Date:

Share post:

আমেরিকার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সরল মার্কিন পতাকা। ক্যাম্পাসে জায়গা করে নিল প্যালেস্তাইনের ঝাণ্ডা! আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে গাজায় ইজরায়েলের হামলার প্রতিবাদ চলছে । পড়ুয়াদের বিক্ষোভে জেরবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস বয়কট করেছেন ছাত্র-ছাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনও পর্যন্ত ক্যাম্পাসগুলি থেকে কমপক্ষে ৯০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এদিকে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের (Harvard University)ক্যাম্পাসে উড়ল প্যালেস্তাইনের পতাকা! মার্কিন পতাকা নামিয়ে দিয়ে সেখানে প্যালেস্তাইনের পতাকা টাঙানো হয়েছে (The Palestinian flag flew on the campus of Harvard University)।

সংবাদমাধ্যমসূত্রের খবর, শনিবার বস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি এবং সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিক্ষোভ করায় ২৭৫ জনেরও বেশি পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। গত ১৮ এপ্রিল নিউইয়র্ক পুলিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্যালেস্তাইনপন্থি একটি শিবির সরায় এবং একশোর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করে। এ ঘটনার পর গর্জে ওঠে আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলিকে ‘গণহত্যা থেকে বিচ্ছিন্ন’ থাকার আহ্বান জানান আন্দোলনকারীরা।

অন্যদিকে, কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে চলছে ইজরায়েল বিরোধী বিক্ষোভ। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে তাঁবু টাঙিয়ে প্যালেস্তাইনিদের পক্ষে আন্দোলনে বসেছেন পড়ুয়ারা। গত অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েল। জঙ্গি হামাসকে নিঃশেষ না করে অভিযান শেষ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এহেন পরিস্থিতিতে ইজরায়েলের জন্য বিরাট অঙ্কের সামরিক সাহায্যের কথা ঘোষণা করে আমেরিকা। তার পর থেকেই সেদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্যালেস্তাইনপন্থীদের প্রতিবাদ। মার্কিন সামরিক সহায়তা প্রত্যাহার থেকে শুরু করে গাজায় যুদ্ধবিরতি- একাধিক দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা।

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...