Thursday, August 21, 2025

বিজেপির পরিযায়ী পাখিদের পর্দাফাঁস, বাংলা বিরোধী উদাহরণ পেশ অভিষেকের

Date:

Share post:

বাংলা বিরোধী বিজেপি নেতারা ঘটা করে বাংলায় নির্বাচনী প্রচারে আসছেন। অথচ একের পর এক নেতা নির্বাচনী সভা থেকে ভুল বলছেন সংসদ কেন্দ্রের নামই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরে এবার সেই তালিকায় নাম উঠল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির স্টার ক্যাম্পেনার যোগি আদিত্যনাথের। মথুরাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে পাথরপ্রতিমায় জনসভা থেকে তা নিয়েই বিজেপি নেতাদের বাংলা বিরোধী রূপটা স্পষ্ট করে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বাংলার দিকে বারবার চোর শব্দ প্রয়োগ করা অমিত শাহের পুরোনো ‘পরিচয়পত্র’ও পেশ করলেন অভিষেক।

মঙ্গলবার রাজ্যের তিন কেন্দ্রের জনসভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। বীরভূমের সভা থেকে জেলার নাম বিকৃত করেন। তার সমালোচনা করে অভিষেক বলেন, “বিজেপির পরিযায়ী নেতা যোগি আদিত্যনাথ বীরভূমে এসে বলছে বীরভূমি। এলাকার নাম জানে না।”

এই প্রসঙ্গেই তিনি বালুরঘাটে নির্বাচনী প্রচারে গিয়ে অমিত শাহের বারবার কেন্দ্রের নাম ভুল করার প্রসঙ্গও তুলে আনেন। সেই সঙ্গে মঙ্গলবারও বর্ধমানের সভায় ফের একবার কেন্দ্রের নাম ভুল বলেন অমিত শাহ। যোগি আদিত্যনাথ যেন অমিত শাহের পদাঙ্ক অনুসরণ করেই ভুল নাম বলা অভ্যাস করেছন। তাই ‘জেলখাটা’ অমিত শাহের সঙ্গেই যোগি আদিত্যনাথের তুলনা করেন অভিষেক। তিনি বলেন, “যোগি আদিত্যনাথ সবথেকে ব্যর্থ, সবথেকে সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী দেশের। যার আমলে উন্নাও, হাথরস হয়েছে। লখিমপুর খেরির মতো ঘটনায় পাঁচজন কৃষকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী অজয় তেনির মিশ্রর ছেলে। যার আমলে হয়েছে তার নাম যোগি আদিত্যনাথ। তার থেকে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে?”

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...