Saturday, November 8, 2025

নর্তেশ্বর কালচারাল সেন্টার আয়োজিত ‘নৃত্য বিচিত্রা’, তিলোত্তমায় দেশের বিভিন্ন প্রান্তের নৃত্যশৈলী

Date:

Share post:

নর্তেশ্বর কালচারাল সেন্টার (Narteswar Cultural Centre) আয়োজিত বিশ্ব নৃত্য দিবস (World Dance Day) উপলক্ষে গত ২৭ এপ্রিল শনিবার কলকাতার দেশপ্রিয় পার্কের মাতৃমন্দির নাট্য গৃহে অনুষ্ঠিত হলো ‘নৃত্য বিচিত্রা’ (Nritya Bichitra)। বৈশাখী সন্ধ্যায় শুরুতেই রবি ঠাকুরের ছন্দে ২১ জন শিল্পী নৃত্যশৈলী প্রদর্শন করলেন শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar), বিশিষ্ট বিজ্ঞানী ও রবীন্দ্র সঙ্গীতশিল্পী ডক্টর তানিয়া দাস (Tania Das), পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত, নৃত্য, নাটক ও দৃশ্যকলার সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়, মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী সুভাষ গুহ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিশিষ্ট নৃত্যগুরু ও শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়। তাঁরা হলেন শ্রী ভি আর ভেঙ্কিট, পলি গুহ, খগেন্দ্রনাথ বর্মন ও কোহিনুর সেন বরাট। তাঁদের সম্মাননা প্রদান করেন সংস্থার কর্ণধার ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায় (Dr Pushpita Mukherjee) ও সুময়ী মুখোপাধ্যায়।

নর্তেশ্বর কালচারাল সেন্টার সংস্কৃতি জগতের এক উজ্জ্বল নাম। শনিবারের সন্ধ্যায় তাদের প্রতিটি নৃত্য পরিবেশনায় ছিল শৈল্পিক ছোঁয়া। বাংলার লোকসংস্কৃতি থেকে মনিপুরী নৃত্যশৈলী, সৃজনশীল ভাবনা থেকে ওড়িশি নাচ – সবকিছুই মন ছুয়ে গেল উপস্থিত দর্শকের। মার্শাল আর পরিবেশনা নজর কাড়ল। ‘নৃত্য বিচিত্রা’-র পরিবেশনায় কত্থক থেকে শুরু করে বাংলার ব্রতচারী শিল্প-সংস্কৃতিকেও অনন্য রূপে পরিবেশিত হতে দেখা গেল। বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের নৃত্য বৈচিত্র্য সকলের সামনে তুলে ধরার জন্য পুষ্পিতা মুখোপাধ্যায়ের উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়।

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...