Wednesday, August 20, 2025

বসিরহাটে মহিলাদের বিক্ষোভের মুখে রেখা পাত্র! ঘটনাস্থল ছেড়ে পালালেন বিজেপি প্রার্থী!

Date:

Share post:

এবার বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ দেখলেন গ্রামবাসীরা। ঘটনা বসিরহাটের মাটিয়া থানা এলাকার খড়িডাঙার। বচসা থেকে ধস্তাধস্তি, হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কার্যত তাড়া খেয়ে এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী।

ঘটনার সূত্রপাত গতকাল সোমবার। বসিরহাট-২ নম্বর ব্লকের খড়িডাঙ্গায় বিজেপির দেওয়াল লিখনে কালি দেওয়ার অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, পাল্টা অভিযোগের পর ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি কর্মীরা। কালিদাস বাছার নামে এক বিজেপি কর্মী গুরুতর আঘাত পান। জখম অবস্থায় তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের পাশাপাশি, সেখানে কালিদাসকে দেখতে গিয়েছিলেন রেখাও। আর বিজেপি প্রার্থী সেখানে গেলেই নতুন করে গোলমালের সূত্রপাত হয়।

সদ্য রেখা পাত্রকে এক্স ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। আজ, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ নিরাপত্তা রক্ষী পরিবৃত হয়ে খড়িডাঙায় যান রেখা। সঙ্গে ছিলেন অর্চনা মজুমদারের মতো বিজেপির রাজ্য নেত্রীও। কিন্তু তাঁদের দেখেই গ্রামের পরিস্থিতি আবার উত্তপ্ত হতে থাকে। জায়গায় জায়গায় রেখাদের আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীদের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। গ্রামের মহিলারা রেখাকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। মেজাজ হারান রেখাও। আঙুল উঁচিয়ে গ্রামবাসীদের সঙ্গে তরজায় জড়াতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। নিরাপত্তারক্ষীরা দ্রুত রেখাকে সেখান থেকে বার করে নিয়ে অন্যত্র চলে যান। গ্রামবাসীদের অভিযোগ উস্কানি ও প্ররোচনা দিতেই কেন্দ্রীয় বাহিনী আর দলবল নিয়ে গ্রামে এসেছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু এলাকার মানুষের সম্মিলিত বিক্ষোভের জেরে কার্যত পালিয়ে বাঁচেন রেখা পাত্র।

আরও পড়ুন- বরানগরে প্রচারে বেরিয়ে এবার “তাড়া” খেলেন বিজেপির সজল!

spot_img

Related articles

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, ঘণ্টা তিনেকের মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...