লাভলির স্বামীকে সরানো হলে বিজেপি প্রার্থীর ক্ষেত্রে দ্বিচারিতা কেন? সরব তৃণমূল সভানেত্রী

লোকসভা নির্বাচনের আগেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী সৌম্য রায়কে। কিন্তু পদে বহাল রয়েছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর স্বামী কেন্দ্রীয় বাহিনীর কর্তা। মঙ্গলবার, মালদহের সভা থেকে নির্বাচন কমিশনের দ্বিচারিতা নিয়ে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

লোকসভা নির্বাচনের মুখেই কলকাতা পুলিশ ডিসি সাউথ ওয়েস্ট সৌম্য রায়কে পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। কারণ, তাঁর স্ত্রী লাভলি তৃণমূল নেতার। এর আগে ২০২১-এ যখন লাভলি প্রার্থী হন, তখনও সৌম্যকে পদ থেকে সরানো হয়। এই বিষয় নিয়ে আগেই সরব হন মমতা (Mamata Banerjee)। এদিন কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর প্রশ্ন, ”মালদহের বিজেপি প্রার্থীর স্বামী কেন্দ্রীয় বাহিনীর কর্তা হলে তাঁকে সরানো হয় না। আর আমাদের বিধায়ক লাভলির স্বামী এসপি বলে তাঁকে সরানো হল। কেন এই দ্বিচারিতা?” তীব্র নিশানা করে মমতা বলেন, ”তিনি যে তাঁর বউয়ের হয়ে খেলবেন না, তার কোনও গ্যারেন্টি আছে!”






Previous articleমহারাজের সামনেই তাঁর রেকর্ড ভাঙলেন সল্ট, ইডেনে গড়লেন নজির
Next articleশনিবার যুবভারতীতে মহারণ, ফাইনেলে নেই সাদিকু