Tuesday, November 4, 2025

দিল্লির একাধিক স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি! চলছে জোর তল্লাশি

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে ফের দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক! বুধবার সকালে রাজধানী শহরের কমপক্ষে ১০০ স্কুলে হুমকি ইমেল (Threat Mail) পাঠানো হয় বলে অভিযোগ। আর তারপরই ওই তিন স্কুলে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও মেল নজরে আসতেই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় স্কুল চত্বর। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড (Bomb Squad) এবং দমকল বাহিনী। পৌঁছে যায় পুরো দিল্লি পুলিশও। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, এদিনের পাঠানো ইমেলে লেখা, কিছুক্ষণের মধ্যেই একের পর এক বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে স্কুলগুলি (School)। আর সেই খবর পেতেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় স্কুল। বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয় পড়ুয়াদেরও।

পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে দিল্লির কমপক্ষে ১০০ স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। ভোর ৬ টায় প্রথম মেল আসে ডিপিএস দ্বারকায়। এরপর চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, নয়ডা দিল্লি পাবলিক স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, পুষ্প বিহারের অ্যামিটি স্কুল, ডিএভি স্কুলে উড়ো ইমেল আসে। রীতিমতো হুমকির সুরে বলা হয়, স্কুলগুলি উড়িয়ে দেওয়া হবে। তবে এদিন মাদার মেরি স্কুলে পরীক্ষা চলছিল। হুমকি মেল আসার পর পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। হুমকি পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেন তিন স্কুলের কর্তৃপক্ষই। এদিকে বোমা খুঁজে বার করতে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। পরে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত কোনও স্কুলেই বোমা খুঁজে পাওয়া যায়নি বলে খবর।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে আর কে পুরমের দিল্লি পুলিশ স্কুলেও একই ধরনের হুমকি মেল পাঠানো হয়েছিল। তারপর ভোটের আবহে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে খবর।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...