Sunday, May 4, 2025

বিজেপি লাফালাফি করলেও আসন দু’অঙ্কের ঘরে পৌঁছবে না! রোড শো থেকে আত্মপ্রত্যয়ী সুদীপ

Date:

সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর মানুষের অসীম বিশ্বাস এবং তৃণমূলের (TMC) উপর অগাধ আস্থা বেড়েই চলেছে। আর সেকারণেই লোকসভা ভোটের আবহে দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা ডেইলি প্যাসেঞ্জারি করলেও তাতে লাভের লাভ কিছুই হবে না। বুধবার আন্তর্জাতিক শ্রম দিবসে (International Workers’ Day) নির্বাচনী প্রচারে বেরিয়ে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। এদিন তিনি স্পষ্ট করে দেন বিজেপি যতই লাফালাফি করুক তাঁদের আসন দুই অঙ্কে পৌঁছবে না।

তবে এখানেই শেষ নয় এদিন সুদীপ মনে করিয়ে দেন তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভার দলীয় নেতা তথা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম দলের নেতা। দেশের রাজনীতিকে দিল্লিতে থাকার কারণে যত কাছ থেকে দেখা সম্ভব হয় সকলের তা দেখার সুযোগ হয় না । আর সেকারণেই আমি দেখতে এবং বুঝতে পারি কীভাবে একটি রাজনৈতিক দল একটি রাজ্যের অর্থনৈতিক দিক অবরোধ করে লাগাতার হেনস্থা করছে‌। এদিন মে দিবস উপলক্ষে রোদের তাপ উপেক্ষা করেই সকাল সকাল প্রচারে নামেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচার চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থী জানান, কেন্দ্রের মোদি সরকারের লাগাতার বঞ্চনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ফারাক মানুষের সামনে তুলে ধরছেন তিনি।


পাশাপাশি তিনি মনে করিয়ে দেন বিজেপির ১০ বছরের অন্যায়কাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যই তাঁর প্রচারের প্রধান অস্ত্র। অন্যদিকে এদিন নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী সুদীপ বলেন, আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি তখন আমার লক্ষ্য থাকে গতবারের থেকে কিভাবে ভোটের ব্যবধান বাড়ান যায় সেদিকে। তিনি আরও বলেন আমার বিরুদ্ধে কে প্রার্থী আছেন আমি এখনও সেবিষয়ে খবর রাখি না। এদিন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে এই বিশাল রোড শোয়ের আয়োজন করা হয়। এদিন মৌলালি থেকে মিছিল শুরু হয়ে পুরো উত্তর কলকাতা মিছিল প্রদক্ষিণ করবে বলে খবর। এদিনের প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচার সারতে দেখা যায় আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ শ্রমিক সংগঠনের নেতা কর্মীদের।

Related articles

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...
Exit mobile version