Thursday, November 6, 2025

কথায় কথায় রাজ্যের বিরুদ্ধে দোষারোপ। নবান্নকে (Nabanna) কাঠগড়ায় তুলে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধেই এবার রাজভবনের (Rajbhawan) ভিতরে শ্লীলতাহানি করার অভিযোগ। আর সাফাই দিতে গিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করলেন রাজ্যপাল বোস। সন্ধে থেকে যখন রাজ্য রাজনীতি এই অভিযোগ নিয়ে তোলপাড়, তখন রাতে রাজভবনের তরফ থেকে রাজ্যপালের বিবৃতি প্রকাশ করা হল। তাতেও মিথ্যে অভিযোগের অজুহাত দিয়ে ভোটকে হাতিয়ার করার চেষ্টা করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

বৃহস্পতিবার শ্লীলতাহানির অভিযোগ উঠতেই বিরোধীদের লাগাতার চাপে পড়ে শেষমেশ বিবৃতি দিতে বাধ্য হলেন রাজ্যপাল। কী লিখলেন তিনি? “সত্যের জয় হবেই। বানানো, মিথ্যা অভিযোগ নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই। কেউ যদি আমাকে অপমান করে নির্বাচনী সুবিধা নিতে চায়, ঈশ্বর তাদের মঙ্গল করুন। কিন্তু দুর্নীতি ও হিংসতার বিরুদ্ধে আমার লড়াই থামানো যাবে না।” যিনি নিজেই শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত তিনি হিংসার বিরুদ্ধে কিভাবে লড়াই করবেন তা নিয়েই প্রশ্ন উঠছে।

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ‘শ্লীলতাহানি’র অভিযোগ তোলেন এক মহিলা। পুলিশের কাছে তিনি নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মচারী বলে দাবি করেন। ওই মহিলা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানান। যদিও এ নিয়ে পুলিশের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ২০১৯ সাল থেকে রাজভবনে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেন ওই মহিলা। মহিলাকে চেম্বারে ডেকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে। মহিলা অভিযোগ করেছেন, স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version