Thursday, August 28, 2025

কবে করা যাবে রিভিউ-স্ক্রুটিনির আবেদন? মাধ্যমিক পরীক্ষার্থীদের দিনক্ষণ জানাল পর্ষদ

Date:

বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik) ফলাফল। আর ফলাফল সামনে আসতেই এবার রিভিউ (Review) ও স্ক্রুটিনি (Scrutinee) নিয়েও বড় ঘোষণা মাধ্যমিক শিক্ষা পর্ষদের (WBBSE)। বৃহস্পতিবার পরীক্ষার্থীরা তার জন্য আবেদন করবে তা পরিষ্কার করে জানিয়েছে পর্ষদ। জেনে নিন কী করতে হবে? প্রথমেই চলে যেতে হবে www.wbbsedeta.com-এ। সেই ওয়েবসাইটেই রিভিউ ও স্ক্রুটিনি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি পর্ষদ সাফ জানিয়েছে যারা শুধুমাত্র পাশ করেছে তারাই এই সুযোগ পাবে। আর যেকোনো একটি বিষয়ে স্ক্রুটিনি করতে ৮০ টাকা খরচ হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে যারা ফেল করেছে তাদের জন্য থাকবে রিভিউয়ের ব্যবস্থা। ১০০ টাকা খরচ করে রিভিউ করা যাবে। তবে পর্ষদের তরফে সাফ জানানো হয়েছে,, স্ক্রুটিনি-রিভিউর জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে সাদা পাতায় লিখে আবেদন করতে হবে পড়ুয়াদের। সেখানে খরচ এবং রেজাল্ট জমা দিতে হবে। স্কুলই অনলাইনে এর জন্য আবেদন করতে পারবে। কোনো পরীক্ষার্থীই বাইরে থেকে বা একক দক্ষতায় এই কাজ করতে পারবে না। আগামী ১৮ মে পর্যন্ত এই আবেদন পাঠানো যাবে বলে খবর। তারপর কোনওভাবেই আবেদন গ্ৰহণ করা হবে না।

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৯,১০,৫৯৮। এর মধ্যে ৪,০৩,৯০০ জন ছাত্র এবং ৫,০৮,৬৯৮ জন ছাত্রী। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৫.৯ শতাংশ বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ কিংবা নকল করার অপরাধে বাতিল হয়েছিল ৪৬ জনের পরীক্ষা। ২ জন পরীক্ষার্থীর ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version