Thursday, August 28, 2025

বর্ধমান-দুর্গাপুর নির্বাচনী কমিটির বৈঠকে সংঘবদ্ধ লড়াইয়ের বার্তা অভিষেক

Date:

Share post:

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সময় থেকেই দলীয় সংগঠনকে আরও মজবুত করতে বাংলার উত্তর থেকে দক্ষিণ চষে ফেলছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চতুর্থ দফা ভোটের মুখে বৃহস্পতিবার, বর্ধমান-দুর্গাপুরের নির্বাচনী কমিটির বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সবকিছু পাশে সরিয়ে একযোগে লড়াইয়ের বার্তা দেন তিনি। শুধু তা-ই নয় দুর্গাপুর পূর্ব, পশ্চিম, গলসি ও বর্ধমান উত্তর বিধানসভার বর্ধমান ২নং ব্লকের নেতৃত্বদের আরও বেশি করে বুথস্তরে গিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

একত্রিতভাবে সকলকে নিয়ে ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে লড়াইয়ের পরামর্শ দেন অভিষেক (Abhishek Banerjee)। বৃহস্পতিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভার প্রার্থী কীর্তি আজাদ-সহ এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্বরাও। এদিন কোর কমিটির সঙ্গে পৃথক বৈঠক করার পাশাপাশি বিধায়কদের সঙ্গেও পৃথক বৈঠকও করেন অভিষেক। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদের নির্বাচনী কৌশল নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন, পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন চক্রবর্তী, উজ্জ্বল চট্টোপাধ্যায়, মলয় ঘটক, প্রদীপ মজুমদার এবং দলের সহযোগী সংগঠনগুলির সভাপতিরা। পূর্ব বর্ধমান থেকে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলির বিধায়ক, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ এবং সহযোগী সংগঠনগুলির সভাপতিরা।

লোকসভা নির্বাচনে এক জোট হয়ে লড়াইয়ের কথা বারবার বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বৈঠকেও সংঘবদ্ধভাবে লড়াইয়ে ডাক দেন অভিষেক।




spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...