সাহিত্যে স্বর্গ মিলেছিল, এবার বাস্তবে মিলল পুরস্কার। ২০২৪ সালে ভাগ্য ফিরলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগী’র। ১৪তম দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে (Dada Saheb Phalke Film Festival 2024) বিশেষ সম্মানে সম্মানিত অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) পরিচালিত ‘ও অভাগী’। ছবির নায়িকা রাফিয়াত রাশিদ মিথিলার (Rafiath Rashid Mithila) ঝুলিতে এল ‘সেরা নায়িকা’র (Best Actress Award) সম্মান। খবর প্রকাশ্যে আসতেই খুশি মিথিলা, শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায় (Social media)।

কথা সাহিত্যিকের কালজয়ী উপন্যাস অভাগীর স্বর্গকে চিত্রনাট্যের বুনটে ক্যামেরার ফ্রেমে ধরেছিলেন অনির্বাণ। ছবিটি মনে দাগ কাটবে জানতেন। তা বলে এত ভাল ফল আশা করেননি স্বয়ং পরিচালক।


এই মুহূর্তে উপন্যাসধর্মী ছবি বাংলা বিনোদন দুনিয়ায় একটু কম হচ্ছে। তাই এই ছবি বড় চ্যালেঞ্জ ছিল অভিনেত্রী মিথিলার (Rafiath Rashid Mithila) কাছে। তাঁর কথায়, এই ছবি যদি একটি মেয়েকেও লড়াইয়ে ফিরিয়ে আনে, তবে অভিনয় সার্থক বলেই মনে করবেন তিনি। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে এই সিনেমার শুটিং হয়েছে। নিবেদনে স্বভূমি এন্টারটেনমেন্ট। প্রযোজনায় ড. প্রবীর ভৌমিক। অভাগীর প্রতিবাদের ভাষা অন্যরকম, অন্য ধারার ছবি বলেই কি মিথিলা এই কাজ করতে রাজি করেছিলেন? বিন্দুমাত্র সময় না নিয়ে, দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া নায়িকা বলছেন, ‘‘একে অন্য ধারা বলে কিনা জানি না, তবে আমি সব সময়েই এমন কিছু করতে চাই যা আমার কাছে নতুন। যে চরিত্রের মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারব। আমার চাহিদা, অভিনেতা হিসেবে নিজেকে কতটা আবিষ্কার করতে পারছি।” মিথিলার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার বিনোদন জগতের শিল্পীরা।
