Thursday, August 28, 2025

সবটাই অপপ্রচার! বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে যাবতীয় জল্পনা খারিজ করল WBSEDCL

Date:

রাজ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে যাবতীয় জল্পনা খারিজ করল রাজ্য সরকার। এই বিষয়টি নিয়ে অপপ্রচার চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ দফতর। সাম্প্রতিক কালে বিদ্যুতের মাশুল বাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে প্রচার চলছে তা ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে রাজ্য বিদ্যুূৎ বণ্টন নিগম, ডব্লিউবিএসিডিসিএল।

লোকসভা ভোটের মধ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে নানা মহলে আলোচনা চলছে। এই বিষয়ে রাজ্য সরকারের সমালোচনায় সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। এই পরস্থিতিতে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন নিগমের ডিরেক্টর ডিস্ট্রিবিউশন পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে ইদানীং কিছু গণমাধ্যমে কোনও কোনও মহল থেকে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং অসত্য। সকল গ্রাহকদের অবগতির জন্য নিগমের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন অনুযায়ী বিভিন্ন সময়কার বিদ্যুতের মাশুল প্রতিনিয়ত নির্ধারণ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। সেই কমিশন গত ৬ মার্চ ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য নিগমের-এর মাশুল হার মঞ্জুর করেছে। এই আদেশনামা অনুযায়ী বিগত বছরের সাপেক্ষে বিদ্যুতের কোনওরূপ মাশুল বৃদ্ধি হয়নি। এই ধরনের অপপ্রচারে কোনও গুরুত্ব প্রদান না করার জন্য সকল গ্রাহকদের অনুরোধ করা হয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের তরফে। এই ব্যাপারে কোনও প্রয়োজনে নিকটবর্তী কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। গ্রাহকদের আশ্বস্থ করে কোনওরকম অসত্য প্রচারে বিভ্রান্ত না হওয়ার আবেদন করা হয়েছে। বিদ্যুতের মাশুল একই আছে বলেও জানানো হয়েছে।

এমনিতেই যা গরম পড়েছে তাতে আরও বেশি সংখ্যক মানুষ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করেছেন। পাল্লা দিয়ে বেড়েছে পাখার ব্যবহার। সকলেই বুঝছেন, ফ্যান, এসি ব্যবহারের ফলে বিদ্যুতের বিলও বেশ কিছুটা বেশিই আসবে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় বা নেতাদের ভাষণে যে বিদ্যুতের মাশুল বৃদ্ধির কথা উঠে এসেছে তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন গ্রাহকরা। বিলের পরিমাণ ঠিক কতটা বেশি আসবে তা নিয়ে চর্চা তুঙ্গে। এই পরিস্থিতিতে অভয়বাণী শোনাল রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম।

আরও পড়ুন- একাদশে অতিরিক্ত পড়ুয়া ভর্তি নিয়ে নয়া পদক্ষেপ নিল সংসদ

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version