রাত পোহালেই কড়া নিরাপত্তায় মুর্শিদাবাদ-জঙ্গিপুর ভোটগ্রহণ, ভগবানগোলা উপনির্বাচন

প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী

রাত পোহালেই চলতি লোকসভা ভোটে তৃতীয় দফায় নির্বাচন। এই পর্বে ভোট গ্রহণ হবে বাংলার চারটি আসনে। যার মধ্যে মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্র জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য দুই কেন্দ্রে মোতায়েন করা হয়েছে মোট ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮,৮৬,৯০৬ , পুরুষ ভোটার ৯,৬১,৫৫৬ , মহিলা ভোটারঃ ৯,২৫,৩২২ , তৃতীয় লিঙ্গের ভোটারঃ ২৮ । বুথের সংখ্যাঃ ১৯৩৮, স্পর্শকাতর বুথ, ৪৪১,কেন্দ্রীয় বাহিনী, ১১৪ কোম্পানি। একইসঙ্গে এই লোকসভার অন্তর্গত ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। যেখানে মোট ভোটার ২, ৭৭,৩১০, পুরুষ ভোটার ১,৪২,৩৬১, মহিলা ভোটার ১,৩৪,৯৯০, তৃতীয় লিঙ্গের ভোটার ১। বুথ সংখ্যা ২৮১।

অন্যদিকে, জঙ্গিপুর লোকসভায় মোট ভোটারঃ ১৮,৮৬,৯০৬, পুরুষ ভোট ৯,১৫,৫২০, মহিলা ভোটার ৮,৮৬,১৬৯, তৃতীয় লিঙ্গের ভোটার ২৫। বুথের সংখ্যা১৮৫১, স্পর্শকাতর বুথ ৫০৯ , কেন্দ্রীয় বাহিনী ৬৪ কোম্পানি।