কোভিডের সময় কোথায় ছিলেন? বিজেপি প্রার্থী শ্রীরূপাকে ঘিরে বিক্ষোভ মালদহ দক্ষিণে

0
1

মালদহ দক্ষিণে বিজেপি (BJP) প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে (Srirupa Mitra Chaudhury) ঘিরে দফায় দফায় বিক্ষোভ! বিজেপি প্রার্থী কোনও বুথে গেলেই সেখানে ভোটার ও স্থানীয় মানুষের প্রশ্ন, কোভিডের সময় কোথায় ছিলেন?” বিশেষ করে এলাকার মহিলাদের প্রতিরোধের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হন বিজেপি প্রার্থী। তাঁর বিরুদ্ধে তৃণমূলের (TMC) আরও অভিযোগ, সকাল থেকে বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এমনমই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Chaudhury)। তিনি অভিযোগ করেছেন বুথের ভেতরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন বিজেপি প্রার্থী।

সকাল থেকে মালদহের ইংরেজবাজারে একাধিক বুথে ঘুরে ঘুরে ভোট দেখছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দাবি করেছেন, বিজেপি প্রার্থী সকাল থেকে বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করছেন।

অভিযোগ পাল্টা অভিযোগ সরগরম হয়ে উঠেছে ইংরেজ বাজার এলাকা। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে বলে জানাগিয়েছে। পাল্টা কমিশনে নালিশ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও।