Friday, November 14, 2025

অভিষেকের আবেগে জনপ্লাবনে ভাসল বহরমপুর। বুধবার, বিকেলে দলীয় প্রার্থী প্রাক্তন ক্রিকেটর ইউসুফ পাঠানের (Yushuf Pathan) সমর্থনে বহরমপুর টেক্সটাইল মোড় থেকে জামতলা মোড় পর্যন্ত হুড খোলা ট্যাবলোতে রোড শো করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাস্তার দুধারে উপচে পড়ে ভিড়। অভিষেককে একঝলক দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ভিড়ে করেন স্থানীয় বাসিন্দারা।

টানা তাপপ্রবাহের পরে বৃষ্টি ফলে একটু স্বস্তি দক্ষিণে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো-এ উত্তাপ অব্যাহত। বহরমপুর টেক্সটাইল মোড় থেকে জামতলা মোড় পর্যন্ত রাস্তা তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন অভিষেক ও ইউসুফ। হুড খোলা ট্যাবলোর উপর দাঁড়িয়ে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উদ্বেল হয়ে ওঠে জনতা। জনপ্লাবনে ভেসে ব়্যালি করেন অভিষেক। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

উত্তর থেকে শুরু করে দক্ষিণের জেলাগুলিতে জনসভার পাশাপাশি দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রতিটি রোড-শোতেই জনপ্লাবন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বহরমপুরকে যতই নিজের ঘাঁটি বলে দাবি করুন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী, এই রোড শো দেখে হাত শিবিরের পায়ের তলার মাটি সরে গিয়েছে বলে মত নানা মহলের।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version