Monday, August 25, 2025

অভিষেকের আবেগে জনপ্লাবনে ভাসল বহরমপুর। বুধবার, বিকেলে দলীয় প্রার্থী প্রাক্তন ক্রিকেটর ইউসুফ পাঠানের (Yushuf Pathan) সমর্থনে বহরমপুর টেক্সটাইল মোড় থেকে জামতলা মোড় পর্যন্ত হুড খোলা ট্যাবলোতে রোড শো করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাস্তার দুধারে উপচে পড়ে ভিড়। অভিষেককে একঝলক দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ভিড়ে করেন স্থানীয় বাসিন্দারা।

টানা তাপপ্রবাহের পরে বৃষ্টি ফলে একটু স্বস্তি দক্ষিণে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো-এ উত্তাপ অব্যাহত। বহরমপুর টেক্সটাইল মোড় থেকে জামতলা মোড় পর্যন্ত রাস্তা তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন অভিষেক ও ইউসুফ। হুড খোলা ট্যাবলোর উপর দাঁড়িয়ে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উদ্বেল হয়ে ওঠে জনতা। জনপ্লাবনে ভেসে ব়্যালি করেন অভিষেক। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

উত্তর থেকে শুরু করে দক্ষিণের জেলাগুলিতে জনসভার পাশাপাশি দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রতিটি রোড-শোতেই জনপ্লাবন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বহরমপুরকে যতই নিজের ঘাঁটি বলে দাবি করুন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী, এই রোড শো দেখে হাত শিবিরের পায়ের তলার মাটি সরে গিয়েছে বলে মত নানা মহলের।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version