Wednesday, August 27, 2025

CPIM-BJP-র হার্মাদদের তীব্র আক্রমণ, মিতালির ভূয়সী প্রশংসা করে একজোট হয়ে লড়ার বার্তা মমতার

Date:

“সিপিএমের হার্মাদেরাই এখন বিজেপির হার্মাদ হয়েছে। আমার থেকে ভাল ওদের আর কেউ চেনে না।“- বুধবার, আরামবাগের দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনে মঞ্চ থেকে একতিরে CPIM-BJP-কে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলীয় প্রার্থী মিতালি বাগের ভূয়সী প্রশংসা করেন। একজোট হয়ে মিতালির হয়ে কাজ করার জন্য দলীয় প্রার্থীদের বার্তা দেন তৃণমূল সুপ্রিমোর।

এদিন, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে কালীপুরের মাঠে রবি ঠাকুরের ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগের আরামবাগ কেমন ছিল, সেই দিনের কথা স্মরণ করেন তিনি। প্রচারমঞ্চ থেকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, “সিপিএমের হার্মাদেরাই এখন বিজেপির হার্মাদ হয়েছে। আমার থেকে ভালো ওদের আর কেউ চেনে না। গড়বেতা থেকে আরামবাগ পর্যন্ত সিপিএম মাটির নীচে সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল। মানুষ খুন করে সেখানে ফেলে দিত। আর তাঁকে খুঁজে পাওয়া যেত না।“

এবার আরামবাগ কেন্দ্রে প্রার্থী বদল করেছে তৃণমূল। অপরূপা পোদ্দারের বদলে মিতালি বাগকে প্রার্থী করা হয়েছে। সভা মঞ্চে মিতালি বাগের হাত ধরে তাঁর পরিচয় দেন তৃণমূল সভানেত্রী। বলেন, “মিতালি বাগদী সম্প্রদায়ের মেয়ে। উচ্চশিক্ষা করেছে। অনেকে বলেন, বাগদি বাউড়িরা টিকিট পান না। আমরা ওঁকে টিকিট দিয়ে তা প্রমাণ করে দিয়েছি। মেয়েটি বিয়ে করেনি কারণ দল করবে বলে। আজ পর্যন্ত কেউ কালির আঁচড় দিতে পারবে না।“ একই সঙ্গে আরামবাগের সভা থেকে মমতা ভুল শুধরে নেওয়ার কথা বলেন মমতা। তাঁর কথায়, “এর আগে কেউ ভুল করে থাকলে, আমরা ভুল শুধরে নিয়েছি। এই কেন্দ্রে আমরা এ বার নতুন প্রার্থীকে টিকিট দিয়েছি। মিতালি প্রান্তিক ঘরের মেয়ে। ওঁকে জেতান।“ বিজেপির হার্মাদরা মিতালির গাড়ি ভাঙচুর করেছে বলেও অভিযোগ করেন তৃণমূল সভানেত্রী।

সভা মঞ্চ থেকে গোষ্ঠী দ্বন্দ্ব মেটানোর বার্তা দেন তৃণমূল সুপ্রিমোর। স্থানীয় নেতাদের নাম করে বলেন, আরামবাগ, খানাকুল, সব জায়গায় সবার সঙ্গে কথা বলে সব সমস্যা মিটিয়ে নিতে হবে। এক জোট হয়ে সবাইকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন।

চাকরি বাতিলে হাই কোর্টের রায়ে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ নিয়ে তৃণমূল সভানেত্রী বলেন, “বিজেপি চাকরিখেকো বাঘ। ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল। বেতন ফেরত দিতে বলল। আমি সে দিন থেকে বলেছিলাম, চিন্তা করবেন না। পাশে আছি। মঙ্গলবার দুর্গাপুরে মিছিল করছিলাম। মনটা পড়ে ছিল সুপ্রিম কোর্টে। কী রায় হয় তা নিয়ে চিন্তায় ছিলাম। রায় শুনে মনটা স্নিগ্ধ, তৃপ্ত হয়ে গেল। এরা মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়। এরা মানুষ নয়, দানব।“




Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...
Exit mobile version