Tuesday, November 4, 2025

বিদেশের মাটিতে বঙ্গপুত্রের ম্যাজিক, ‘মেট গালা’য় হাঁটলেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী!

Date:

ফ্যাশন দুনিয়ায় তৈরি হল নয়া ইতিহাস। দেশ ছাড়িয়ে বিদেশের বুকে নজির গড়লেন হুগলির সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee)। চব্বিশের ‘মেট গালা’য় (Met Gala 2024) প্রথম ভারতীয় ফ্যাশন ডিজাইনার হিসেবে হাঁটতে দেখা গেল তাঁকে।

২০২৪ সালের ‘মেট গালা’র (Met Gala 2024) থিম ‘গার্ডেন অফ টাইম’। চোখ ধাঁধানো পোশাকে ফ্যাশন প্যারেডে বিদেশি ডিজাইনারদের হাঁটা চলার মাঝে সব্যসাচীর উপস্থিতি গর্বিত করল গোটা দেশকে। টিনসেল টাউন আগেই বাঙালি ছেলের ট্যালেন্ট চিনতে পেরেছিল। ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের সাজ পোশাক থেকে শুরু করে তারকাদের বিয়ের আসর, এই বাঙালি ছেলের ডিজাইন ছাড়া সত্যিই সম্পন্ন হয় না। মায়ানগরীর গ্ল্যামারদুনিয়ার বিশ্বাস, সব্যসাচী মানেই ইউনিক ভাবনা। সেই বঙ্গ পুত্রের ম্যাজিক এবার মেট গালায়। মঙ্গলবার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

ভারত থেকে বহু অভিনেতা-অভিনেত্রী হাজির থাকলেও, কখনও কোনও ভারতীয় ডিজ়াইনার থাকেননি মেট গালায়। পশ্চিমী বিনোদুনিয়ার তারকাদের ভিড়ের মাঝেও চোখধাঁধিয়ে দিল সব্যসাচীর সাজপোশাক। ভারতীয় ডিজাইনার পরনে ছিল শার্ট প্যান্ট, সঙ্গে লম্বা কোট, গলায় নিজের ডিজাইন করা হিরে-মুক্তো, পান্নার গয়না। সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন সব্যসাচী নিজেই।তাঁর পোশাকের কিছু বিশেষত্ব রয়েছে। সাধারণত একটু প্যাস্টেল শেডের পোশাক তৈরি করাই বাংলার এই ছেলের দস্তুর। নিজের মেট গালার পোশাকেও প্যাস্টেল শেডের ছোঁয়া রেখেছিলেন সব্যসাচী। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version