Wednesday, August 27, 2025

নির্বাচনী প্রচারে হিংসা ছড়াচ্ছেন হিরণ, থানা- কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

ঘাটালে পরাজয় নিশ্চিত জেনে ভয় পেয়ে গেছেন বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এটা ওটা মন্তব্য করে প্রচারে থাকতে চাইছেন। আর এবার নির্বাচনী প্রচারে হিংসা (Spreading violence in Election campaign) ছড়ানোর চেষ্টা-সহ ভয়, ঘৃণা ও প্ররোচনামূলক ভাষণ দিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘাটাল লোকসভা কেন্দ্রের (Ghatal Loksabha Constituency) তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেবকে (Dev) ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস এবং সমর্থন মেনে নিতে পারছেন না হিরণ। বারবার দেবের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছেন। আর এবার সব সীমা লংঘন করে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার নেতার ‘ঠ্যাং ভাঙ্গার’ হুমকি দিলেন।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা নাগাদ। হিরণ সবং থানার বলপাই এলাকায় একটি নির্বাচনী সভায় তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তরুণকুমার মিশ্রের বিরুদ্ধে একের পর এক খারাপ মন্তব্য করতে থাকেন। তাঁর ঠ্যাঙ ভেঙে দেওয়া-সহ মা-বোনেদের ঝাঁটা, লাঠি, কাটারি ইত্যাদি নিয়ে তাড়ানোর প্ররোচনা দেন বলে অভিযোগ। এই প্রসঙ্গে ঘাসফুলের তারকা প্রার্থী দেব নাম না করেই হিরণকে এক হাত নিয়েছেন এবং তাঁর কুরুচিকর মন্তব্যের সমালোচনা করেন। রাজ্যের শাসকদলের তরফে বলা হয়েছে, যেভাবে প্রচারের প্রথম দিন থেকে বিজেপি প্রার্থী মিথ্যে অভিযোগ করার পাশাপাশি হিংসাত্মক কাজকর্মে ইন্ধন যোগাচ্ছে তার জবাব সাধারণ মানুষ ভোট বাক্সে দেবেন। তৃণমূল বিজেপির এই তারকা প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ-সহ প্রার্থীপদ বাতিলের দাবি তুলেছে।বলপাই ও ভেমুয়া অঞ্চলের দুই সভাপতি মঙ্গলবার সবং থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন। রাজ্য তৃণমূলের পক্ষ থেকে এদিন নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর মিলেছে।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version