Wednesday, January 14, 2026

আমার অনুমতি ছাড়া ফুটেজ প্রকাশ? আর কত নীচে নামবেন! বোসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ অভিযোগকারিণীর

Date:

Share post:

যিনি শ্লীলতাহানির অভিযোগ করেছেন, তাঁর অনুমতি ছাড়া কীভাবে তাঁর ছবি প্রকাশ করা হল? এটা আইনানুগ নয় বলে অভিযোগ করেন অভিযোগকারিণী। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খতিয়ে দেখতে রাজভবনের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) চেয়েছিল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। কিন্তু পুলিশের সেই আবেদন নাকচ করে দিয়ে একেবারে জনসমক্ষে সেই সিসিটিভি প্রকাশ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। এই ফুটেজ প্রকাশ্যে আসার পরে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতা। তিনি বলেন, রাজ্যপাল নিজেও জানেন উনি আমার সঙ্গে কী অন্যায় করেছেন। সেজন্যই রাজভবনের কর্মীদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছেন। এমনকী আমাকেও ভয় দেখানোর জন্য লোক পাঠিয়েছিলেন উনি। ভারতীয় আইন অনুযায়ী, অভিযোগকারিণীর পরিচয় গোপন রেখে তদন্ত করা উচিত। কিন্তু নিজের দোষ ঢাকতে উনি আমার এবং আমার পরিবারের অসম্মান করলেন। আর কত নীচে নামবেন রাজ্যপাল?

রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খতিয়ে দেখতে রাজভবনের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) চেয়েছিল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। কিন্তু পুলিশের সেই আবেদন নাকচ করে দিয়ে একেবারে জনসমক্ষে সেই সিসিটিভি প্রকাশ করেন রাজ্যপাল। এই ফুটেজ প্রকাশ্যে আসার পরে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতা। তিনি বলেন, রাজ্যপাল নিজেও জানেন উনি আমার সঙ্গে কী অন্যায় করেছেন। সেজন্যই রাজভবনের কর্মীদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছেন। এমনকী আমাকেও ভয় দেখানোর জন্য লোক পাঠিয়েছিলেন উনি। ভারতীয় আইন অনুযায়ী, অভিযোগকারিণীর পরিচয় গোপন রেখে তদন্ত করা উচিত। কিন্তু নিজের দোষ ঢাকতে উনি আমার এবং আমার পরিবারের অসম্মান করলেন। আর কত নীচে নামবেন রাজ্যপাল?

বৃহস্পতিবার নির্দিষ্ট ১০০ জনের সামনে রাজভবনের নর্থ গেটের সামনের দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখাল রাজভবন কর্তৃপক্ষ। মোট তিনটি ধাপে ২ মে-এর বিকেলের ফুটেজ দেখানো হয়েছে। তার মধ্যে দ্বিতীয় ফুটেজে ৫টা ৩২ মিনিট নাগাদ অভিযোগকারিণী তরুণীকে রাজভবনের দিক থেকে পুলিশ আউটপোস্টের দিকে যেতে দেখা গিয়েছে। কিন্তু বেছে বেছে দেখানো মাত্র ১ ঘণ্টা ১৯ মিনিটের ভিডিওতে একবারের জন্যও রাজ্যপালকে দেখা যায়নি। অভিযোগ উঠেছিল, রাজভবনের কনফারেন্স রুমে তরুণীকে ডেকে শ্লীলতাহানি করেছিলেন রাজ্যপাল। কিন্তু এদিন ভবনের ভিতরের কোনও ঘরের ফুটেজও দেখানো হয়নি। বরং অনুমতি না নিয়েই সকলের সামনে সেই ফুটেজ দেখানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিযোগকারিণী তরুণী। জানিয়েছেন, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আমি কাঁদতে কাঁদতে পুলিশ আউটপোস্টে ঢুকছি। কিন্তু এটা রাজ্যপালের হাস্যকর নাটক হয়ে গেল না? উনি পুলিশকে তদন্ত করতে দিচ্ছেন না, রাজভবনের কর্মীদেরও কথা বলতে দিচ্ছেন না। এদিকে হঠাৎ করে সিসিটিভি প্রকাশ করে দিলেন! এই সিসিটিভি ফুটেজে কী প্রমাণ হয়? এই ফুটেজ সামনে এনে উনি আমাকে আরও অসম্মান করলেন। নিজের কুরুচিকর কাজ ঢাকতে গিয়ে উনি আজকে হাস্যকর নাটক মঞ্চস্থ করলেন।





spot_img

Related articles

থাইল্যান্ডে রেল দুর্ঘটনা, ক্রেন ভেঙে লাইনচ্যুত ট্রেন! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

থাইল্যান্ডে বুধবার নির্মীয়মান হাই-স্পিড রেল লাইনের একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ে, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত...

হায়দরাবাদের জনবহুল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ!

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদের কুকাটপল্লির রাজীব গান্ধী নগর। মঙ্গলবার রাতে একটি অবৈধ গ্যাস রিফিলিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের...

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...