Tuesday, January 13, 2026

একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই জারি থাকবে: তিহার থেকে বেরিয়েই আক্রমণাত্মক কেজরিওয়াল

Date:

Share post:

দেশকে একনায়কতন্ত্রের হাত থেকে বাঁচাতে হবে। অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পাওয়ার পরেই তিহারের সামনে থেকে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা নির্বাচনের মুখে তাঁকে গ্রেফতার করলেও ধরে রাখতে পারল না বিজেপি ১ জুন অবধি দিল্লির মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

বিরোধী দলের নেতাদের এজেন্সি, বিচার ব্যবস্থা দিয়ে পর্যুদস্ত করার যাবতীয় বিজেপির পরিকল্পনা সুপ্রিম কোর্টে শেষমেশ মুখ থুবড়ে পড়ছে, সেটা আরেকবার প্রমাণিত। শুক্রবার, সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রেফতার হওয়ার ঠিক ৫০ দিন পরে তিহার জেল থেকে সাময়িক মুক্ত হন আম আদমি পার্টির প্রধান। তাঁকে স্বাগত জানাতে জেলের বাইরে থিকথিক করে কর্মী-সমর্থকদের ভিড়। গিয়েছিলেন স্বয়ং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। এলাকা তখন শুধু আপের পতাকা আর সমর্থকদের দখলে। বাজি ফাটিয়ে মিষ্টি বিলি করা হয়।

জেল থেকে বেরিয়েই হুড খওলা গাড়িতে উঠে মাইক হাতে তুলে নেন কেজরি। বলেন, এই একনায়কতন্দ্র চলবে না। “আপনারা সবাই আমাকে আশীর্বাদ করেছেন। আপনাদের ধন্যবাদ। সুপ্রিম কোর্টকেও ধন্যবাদ। বিচারপতিদের জন্যই আমি আজ আপনাদের সামনে। আমাদের সবাইকে একযোট হয়ে লড়ে দেশকে এই একনায়কতন্ত্র থেকে বাঁচাতে হবে।“ একই সঙ্গে শনিবারের কর্মসূচি ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। সকাল নটায় কনট প্লেসে হনুমান মন্দিরে পুজো দেবেন তিনি। এরপরে দুপুর ১ টায় আপের সদর দফতরে সাংবাদিক বৈঠক করার কথা আপ প্রধানের। তিহার থেকে বেরিয়ে সোজা বাড়ির যান দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- অভিযোগ দায়ের হয়েছে, তবু কেন চুপ কমিশন? নির্বাচন সদনে প্রশ্ন বিরোধীদের

 

 

spot_img

Related articles

নরখাদক অভিযোগে শ্মশানবাসীকে হত্যায় ধৃত অভিযুক্ত

মৃতদেহের মাংস খেতেই খুন! সোমবার সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ...

ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

অন্তর্বর্তী সরকার ইউনুসের রাজত্বে বাংলাদেশে (Bangladesh Minority Attack) সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। ফের মৌলবাদীরা পিটিয়ে খুন...

ডিজিটাল যোদ্ধা কনক্লেভে’ কঠিন দিনের যোদ্ধারা উপেক্ষিত, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আমরা ডিজিটাল (Digital) যোদ্ধা' কনক্লেভ হয়েছে মিলন মেলায়, সোমবার। মূলত তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের অনুষ্ঠান বলেই পরিচিত। মূল...

অসুস্থ টুটু বোসকে সপরিবার হিয়ারিং নোটিশ! নির্বাচনে জবাব দেবে বঙ্গবাসী, তোপ কুণালের

নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ...