Thursday, August 21, 2025

একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই জারি থাকবে: তিহার থেকে বেরিয়েই আক্রমণাত্মক কেজরিওয়াল

Date:

Share post:

দেশকে একনায়কতন্ত্রের হাত থেকে বাঁচাতে হবে। অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পাওয়ার পরেই তিহারের সামনে থেকে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা নির্বাচনের মুখে তাঁকে গ্রেফতার করলেও ধরে রাখতে পারল না বিজেপি ১ জুন অবধি দিল্লির মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

বিরোধী দলের নেতাদের এজেন্সি, বিচার ব্যবস্থা দিয়ে পর্যুদস্ত করার যাবতীয় বিজেপির পরিকল্পনা সুপ্রিম কোর্টে শেষমেশ মুখ থুবড়ে পড়ছে, সেটা আরেকবার প্রমাণিত। শুক্রবার, সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রেফতার হওয়ার ঠিক ৫০ দিন পরে তিহার জেল থেকে সাময়িক মুক্ত হন আম আদমি পার্টির প্রধান। তাঁকে স্বাগত জানাতে জেলের বাইরে থিকথিক করে কর্মী-সমর্থকদের ভিড়। গিয়েছিলেন স্বয়ং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। এলাকা তখন শুধু আপের পতাকা আর সমর্থকদের দখলে। বাজি ফাটিয়ে মিষ্টি বিলি করা হয়।

জেল থেকে বেরিয়েই হুড খওলা গাড়িতে উঠে মাইক হাতে তুলে নেন কেজরি। বলেন, এই একনায়কতন্দ্র চলবে না। “আপনারা সবাই আমাকে আশীর্বাদ করেছেন। আপনাদের ধন্যবাদ। সুপ্রিম কোর্টকেও ধন্যবাদ। বিচারপতিদের জন্যই আমি আজ আপনাদের সামনে। আমাদের সবাইকে একযোট হয়ে লড়ে দেশকে এই একনায়কতন্ত্র থেকে বাঁচাতে হবে।“ একই সঙ্গে শনিবারের কর্মসূচি ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। সকাল নটায় কনট প্লেসে হনুমান মন্দিরে পুজো দেবেন তিনি। এরপরে দুপুর ১ টায় আপের সদর দফতরে সাংবাদিক বৈঠক করার কথা আপ প্রধানের। তিহার থেকে বেরিয়ে সোজা বাড়ির যান দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- অভিযোগ দায়ের হয়েছে, তবু কেন চুপ কমিশন? নির্বাচন সদনে প্রশ্ন বিরোধীদের

 

 

spot_img

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...