হিডকোর জমিতে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হিডকোর এক আবেদনের ভিত্তিতে শুক্রবার এই নির্দেশ দিয়েছে আদালত। আদালত বলেছে অবিলম্বে হিডকোর জমিতে গড়ে ওঠা ৩৫টি এই জাতীয় কার্যালয় ভেঙে ফেলতে হবে। নিউটাউন ও রাজারহাট এলাকায় হিডকোর জমিতে এই ধরনের কয়েকটি বেআইনি নির্মাণ নিয়ে অভিযােগ উঠেছিল। তারপরই এই নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। ওই মামলাতেই শুক্রবার আদালত বলেছে, পার্টি অফিসগুলি অন্যত্র সরিয়ে ফেলতে হবে।

আরও পড়ুন- সন্দেশখালির স্টিং ভিডিও নিয়ে চুপ কেন? আপনাকে ক্ষমা চাইতে হবে! শাহকে কটাক্ষ শশীর