রাতের অন্ধকারে গঙ্গার (Ganga) বুকে নৌকা নিয়ে দাপাদাপি করে মূলত জেটিগুলোকেই টার্গেট করে জল-লুটেরা গ্যাং। কখনও কোনও জাহাজ গঙ্গার বুকে নোঙর করলেও সেখান থেকে কিছু হাতানো যায় কি না, সেদিকেও নজর থাকে তাঁদের। এবার সেই দুষ্কৃতীদের মূল পান্ডাকে ধরলো কলকাতা পুলিশ (Kolkata Police)। জলদস্যুদের (pirates) আদলে ঠিক কী কী পরিকল্পনা করা হয়েছিল তা জানার চেষ্টা চলছে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, রাতের অন্ধকারে উত্তর কলকাতার কাশীপুর (Cossipore, North Kolkata) এলাকার জ্যোতিনগর কলোনি থেকে নৌকো নিয়ে বেরিয়ে পড়ে এই গ্যাং। কিছুদিন আগেই আহিরিটোলা জেটিতে নৌকা কয়েকটি লোহার চেনের সাহায্যে বাঁধা ছিল। এই দুর্বৃত্তরা গ্যাস কাটার দিয়েই তারা লোহার মোটা চেন গলিয়ে কেটে ফেলে। একটি চেনের অংশ তাঁরা নৌকোয় নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার তদন্তে নেমেই গ্যাং সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করে কলকাতা পুলিশ। জানা যায় গঙ্গার জেটিগুলোই এদের অন্যতম টার্গেট। জ্যোতিনগর কলোনিতে (Jyotinagar Colony) হানা দিয়ে পুলিশ এই গ্যাংয়ের মাথা মহম্মদ জাকিরকে (Md Zakir) গ্রেফতার করেছে।
