Sunday, May 4, 2025

সন্দেশখালি ইস্যুতে বিজেপির আসল চেহারা সামনে আসতেই বিজেপির জঘন্য রাজনীতি নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল। রাজ্যের মহিলাদের বদনাম করতে বিজেপি টাকা ছড়িয়ে যে কলঙ্ক রাজ্যের নামে গোটা দেশে ছড়িয়েছে সেই ‘ইকোসিস্টেমে’রই শরিক ছিল জাতীয় কমিশনগুলি, তৃণমূলের তরফ থেকে এই অভিযোগও তোলা হয়। তার মধ্যে জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) নামে তৃণমূল পদক্ষেপ নিতে চলেছে শুনেই এবার নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বারস্থ জাতীয় মহিলা কমিশন। জোর করে ‘অভিযোগ প্রত্যাহারের’ অভিযোগ এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানালো এনসিডব্লু (NCW)।

সন্দেশখালি নিয়ে একাধিক ভিডিও সামনে এসেছে। স্থানীয় মহিলারা বিজেপির চাপে জোর করে ভুয়ো অভিযোগ দায়ের করার দাবিও করেছেন। অনেকে বিজেপি প্রভাবিত অভিযোগ প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন প্রকাশ্যে। এরপরই তৃণমূলরে পক্ষ থেকে তুলে ধরা হয় কীভাবে সন্দেশখালিকে একটা ইস্যু হিসাবে তুলে ধরার জন্য বিজেপির নেতারা স্থানীয় মহিলাদের ব্যবহার করে জাতীয় মহিলা কমিশন ও জাতীয় নারী সুরক্ষা কমিশনকে কাজে লাগিয়েছিল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) জানান বিজেপির নেতাদের পাশাপাশি জাতীয় কমিশনের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শাসকদল।

এরপরই তড়িঘড়ি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে এনসিডব্লু। সন্দেশখালির মহিলাদের ভয় দেখিয়ে মামলা প্রত্যাহার করানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করা হয় চেয়ারপার্সন রেখা শর্মার লেখা চিঠিতে। এতদিন পর্যন্ত রাজ্যে সূঁচ পড়লে ছুটে আসতেন যে কমিশনের নেত্রীরা, তারা এখন সত্য প্রকাশিত হওয়ার পর আর সন্দেশখালি যাওয়ার সাহস দেখাচ্ছেন না। মহিলারা যদি সত্যিই বিপদে থাকেন তবে তাঁদের পাশে দাঁড়ানোর যে কর্তব্য জাতীয় কমিশনের ছিল, তা থেকে সরে এসে এখন তাঁরা নিজেরাই নির্বাচন কমিশনের আশ্রয় নিচ্ছেন।

Related articles

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...
Exit mobile version