Saturday, August 23, 2025

কাঠগড়ায় উঠতেই ‘ভয় দেখানো’র তত্ত্ব! EC-তে অভিযোগ জাতীয় মহিলা কমিশনের

Date:

সন্দেশখালি ইস্যুতে বিজেপির আসল চেহারা সামনে আসতেই বিজেপির জঘন্য রাজনীতি নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল। রাজ্যের মহিলাদের বদনাম করতে বিজেপি টাকা ছড়িয়ে যে কলঙ্ক রাজ্যের নামে গোটা দেশে ছড়িয়েছে সেই ‘ইকোসিস্টেমে’রই শরিক ছিল জাতীয় কমিশনগুলি, তৃণমূলের তরফ থেকে এই অভিযোগও তোলা হয়। তার মধ্যে জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) নামে তৃণমূল পদক্ষেপ নিতে চলেছে শুনেই এবার নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বারস্থ জাতীয় মহিলা কমিশন। জোর করে ‘অভিযোগ প্রত্যাহারের’ অভিযোগ এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানালো এনসিডব্লু (NCW)।

সন্দেশখালি নিয়ে একাধিক ভিডিও সামনে এসেছে। স্থানীয় মহিলারা বিজেপির চাপে জোর করে ভুয়ো অভিযোগ দায়ের করার দাবিও করেছেন। অনেকে বিজেপি প্রভাবিত অভিযোগ প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন প্রকাশ্যে। এরপরই তৃণমূলরে পক্ষ থেকে তুলে ধরা হয় কীভাবে সন্দেশখালিকে একটা ইস্যু হিসাবে তুলে ধরার জন্য বিজেপির নেতারা স্থানীয় মহিলাদের ব্যবহার করে জাতীয় মহিলা কমিশন ও জাতীয় নারী সুরক্ষা কমিশনকে কাজে লাগিয়েছিল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) জানান বিজেপির নেতাদের পাশাপাশি জাতীয় কমিশনের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শাসকদল।

এরপরই তড়িঘড়ি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে এনসিডব্লু। সন্দেশখালির মহিলাদের ভয় দেখিয়ে মামলা প্রত্যাহার করানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করা হয় চেয়ারপার্সন রেখা শর্মার লেখা চিঠিতে। এতদিন পর্যন্ত রাজ্যে সূঁচ পড়লে ছুটে আসতেন যে কমিশনের নেত্রীরা, তারা এখন সত্য প্রকাশিত হওয়ার পর আর সন্দেশখালি যাওয়ার সাহস দেখাচ্ছেন না। মহিলারা যদি সত্যিই বিপদে থাকেন তবে তাঁদের পাশে দাঁড়ানোর যে কর্তব্য জাতীয় কমিশনের ছিল, তা থেকে সরে এসে এখন তাঁরা নিজেরাই নির্বাচন কমিশনের আশ্রয় নিচ্ছেন।

Related articles

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে...
Exit mobile version