কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে উলুবেড়িয়ার জনসভা থেকে মোদি সরকারকে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, বিজেপি (BJP) বাংলার মানুষের টাকা আটকে রেখেছিল। সন্দেশখালি নিয়ে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিল। এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলা হয়। আর নির্বাচনে ইভিএমের বোতাম টিপে দিল্লি (Delhi) থেকে মোদি সরকারকে খালি করার ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বিজেপি তথা মোদি সরকারের বঞ্চনার জবাব ইভিএমের বোতাম টিরে দেওয়ার ডাক দেন অভিষেক। তাঁর কথায়, বিজেপিকে ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দিতে হবে। উলুবেড়িয়ায় এবারের তৃণমল প্রার্থী প্রয়াত নেতা সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ। কেন্দ্রের এজেন্সি রাজনীতির বলি সুলতান- এই অভিযোগ করেন অভিষেক। বলেন, সিবিআই দিয়ে অত্যাচার করে তাঁকে প্রাণে মারা হয়েছে। তার জবাব দিতেই সাজদাকে জেতানোর আহ্বান জানান অভিষেক।