Monday, August 25, 2025

জনসংযোগ সারতে ট্রেনে চড়লেন রচনা! তারকা প্রার্থীকে কাছে পেয়ে আপ্লুত যাত্রীরা 

Date:

হাতে আর বেশি সময় বাকি নেই। আগামী ২০ মে পঞ্চম দফার ভোটগ্রহণ হুগলি (Hoogly)-সহ রাজ্যের ৬ লোকসভা আসনে। ইতিমধ্যে জোরকদমে প্রচার (Campaign) শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সেইমতো শনিবার সকালে আচমকাই ব্যান্ডেল (Bandel) স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে (Local train) উঠে জনসংযোগ সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। এদিন রচনার সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও তৃণমূল কর্মী সমর্থকরা। তবে এদিন তৃণমূল প্রার্থীকে বেশ খোশমেজাজেই ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে রচনাকে দেখতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

শনিবার একদম টিকিট কেটে ট্রেনে ওঠেন তৃণমূল প্রার্থী।ট্রেনে উঠে রচনা বলেন, কতদিন পর ট্রেনে উঠলাম। ট্রেনে চড়তে আমার খুব ভাল লাগে। বিশেষ করে ট্রেনে শুতে পারলে ভাল লাগে। এদিন, ব্যান্ডেল থেকে হুগলি, চুঁচুড়া, চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন তারকা প্রার্থী। পাশাপাশি রচনা জানান, তিনি রোড শো করলেও অনেকেই উপস্থিত থাকতে পারেননি। অভিনেত্রী বলেন, হুগলির ভোটার যারা চাকরি করতে কলকাতায় যান তাঁরা সবসময় বাড়িতে থাকতে পারেন না। সেকারণেই তাঁদের সঙ্গে দেখা করতেই ট্রেনে জনসংযোগের ভাবনা রচনার।

এদিন তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে সেলফি তোলেন যাত্রীরা। সবার সঙ্গেই হাসিমুখে সেলফি তোলেন তৃণমূল প্রার্থী। এরপর তিনি চন্দননগর স্টেশনে নেমে চা বিরতি নেন। সেখানে চন্দননগর হাসপাতালের এক চিকিৎসক রচনাকে গানও শোনান বলে খবর। এদিকে নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী রচনা।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version