মোদির উস্কানিতেই সন্দেশখালিতে মারধর, ‘ঠগীদের’ তোপ তৃণমূলের

তিনি বলেন, "হিংস্র দল বিজেপি। তার হিংস্র প্রার্থী রেখা পাত্র। সেখানে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে। হিংসা হচ্ছে সন্দেশখালিতে

রবিবার রাজ্যে চার জনসভা করে বাজার গরম করেছেন নরেন্দ্র মোদি। আর সেদিনই পুলিশ, বিধায়ক, সংবাদমাধ্যমের সামনে তৃণমূল কর্মীদের বেধড়ক মার খাওয়ার সাক্ষী থেকেছে সন্দেশখালি। নেতৃত্বে বিজেপি প্রার্থী রেখা পাত্র। এবার সেই মারধরের ঘটনায় নরেন্দ্র মোদির উস্কানির কারণেই, এই অভিযোগে সুর চড়ালো তৃণমূল। ‘মোদির পরিবারের সদস্য’দের ঠগীর সঙ্গে তুলনা করা হয়।

নির্বাচনী জনসভা থেকে মোদি গুজব রটান, তৃণমূল মহিলাদের মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করাচ্ছে বলে। ব্যারাকপুরের এই সভার পরেই দেখা যায় সন্দেশখালি থানার সামনে জমায়েত করেন বিজেপির মহিলা সদস্যরা। নেতৃত্বে রেখা পাত্র। সেখানে পুলিশের ব্যারিকেড ভাঙা নিয়ে ধস্তাধস্তি হয়। এরপর তৃণমূল কর্মীর বাড়ি গিয়ে চড়াও হয়ে তৃণমূলকর্মীদের মাটিতে ফেলে মারধর করে বিজেপির মহিলারা।

এই ঘটনায় মোদির সমর্থকদের ঠগী বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, “হিংস্র দল বিজেপি। তার হিংস্র প্রার্থী রেখা পাত্র। সেখানে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে। হিংসা হচ্ছে সন্দেশখালিতে। এই তো বলি মোদি গ্যারান্টি। মোদি তাঁর ভাসনে যখন সন্দেশখালির মা বোনেদের হুমকি দিতে পারে তখন আপনার নির্দেশেই এটা চলছে।”