Tuesday, August 26, 2025

চাপে পড়ে এবার FIR খারিজের আর্জি নিয়ে হাই কোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ

Date:

এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে এর আগে এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর-কে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী। তাঁর মামলাটি গৃহীত হয়েছে। আগামিকাল সেই মামলার শুনানি হতে পারে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে গত ৫ মে। অস্ত্র আইনেও মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এসএসসি মামলার রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাঁদের অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। আদালত সূত্রে জানা গিয়েছে, সেই এফআইআর খারিজের আর্জি জানিয়েই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিজিৎ।
ঘটনার সূত্রপাত,তমলুক কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার সময়। সেই সময়ে তমলুক হাসপাতালে মোড়ে চাকরিহারা শিক্ষকরা অনশন আন্দোলন করছিলেন। তমলুকের বিজেপি প্রার্থী অনশন মঞ্চের কাছে পৌঁছোতেই বিক্ষোভ শুরু হয়। কথা কাটাকাটিতে উত্তপ্ত হয় পরিস্থিতি। অভিযোগ, বিজেপির মিছিল যাওয়ার সময় অভিজিৎ ও বিরোধী দলনেতাকে নিশানা করে ‘চোর-চোর’ স্লোগান তোলা হয়। সেই সময় মিছিল থেকে কয়েক জন চাকরিহারাদের অনশন মঞ্চের দিকে তেড়ে যান। ওই ঘটনায় অনশনমঞ্চে উপস্থিত একাধিক চাকরিহারা শিক্ষক আহত হন বলে অভিযোগ।
‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি মইদুল ইসলামের দাবি, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে বড় ঘটনা ঘটে যেতে পারত। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা আরও বড়সড় আন্দোলনে যাব।





 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version