Monday, May 5, 2025

কেতুগ্রামে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি! মৃত্যু নিশ্চিত করতে কোপানোর অভিযোগ দুষ্কৃতীদের

Date:

ভোটের (Loksabha Election) আগের দিন রাতে তৃণমূল কর্মীকে (TMC) খুনের অভিযোগ পূর্ব বর্ধমানের কেতুগ্রামে (Ketugram)। রবিবার রাতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। তার পর তাঁর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা। অভিযোগের তীর সিপিএমের (CPIM) দিকে। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু ভোটের আগের দিন রাতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রাম। সেই এলাকারই চেঁচুড়ি গ্রামের বাসিন্দা মিন্টু শেখ (৫০) রবিবার রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোড়া হয়। বোমার ঘায়ে জখম হয়ে লুটিয়ে পড়েন মিন্টু। তার পর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার কোপানো হয় বলে অভিযোগ। মৃতের স্ত্রী তুহিনা খাতুন জানান, আমার স্বামীকে লোক দিয়ে খুন করিয়েছে সিপিএম। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকায় সিপিএম নিজেরা জিততে পারবে না। সেই আক্রোশ থেকেই খুন করা হয়েছে তাঁদের দলের কর্মীকে। তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস এ প্রসঙ্গে বলেন, মিন্টু আমাদের সক্রিয় কর্মী ছিলেন। সিপিএমের হার্মাদবাহিনী বুঝে গিয়েছে, এ বারের ভোটে তারা ভাল ফল করতে পারবে না। সেই কারণেই মিন্টুকে খুন করা হয়েছে।

তবে সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এদিকে পুলিশ সূত্রে খবর, তৃণমূলের এক কর্মী খুন হয়েছেন বলে খবর পেয়েছি। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রামে যাতে নতুন করে অশান্তি না হয়, তার জন্য গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে কেতুগ্ৰাম।

Related articles

ভূমিকম্পের পূর্বাভাস মিলবে সংখ্যাতত্ত্বে, গবেষণায় অভূতপূর্ব সাফল্য বাঙালি অধ্যাপকের

জলবায়ু ও আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস মিললেও, ভূমিকম্প(Earthquake) বা অগ্ন্যুৎপাতের আগাম সতর্কবার্তা দেওয়া কার্যত অসম্ভব ছিল বিজ্ঞানীদের কাছে। সেই...

বড়বাজারের অগ্নিকাণ্ডের জের! সমস্ত হোটেল-স্কুলে ফায়ার সেফটি অডিট করার সিদ্ধান্ত রাজ্যের 

বড়বাজারের ঋতুরাজ হোটেলে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যজুড়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। অগ্নিকাণ্ডে ১৪ জনের মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে এবার রাজ্যের...

হিমালয়ের হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের জলস্তর, বিপদে ভারতও

বিশ্ব উষ্ণায়ন(Global Warming) থেকে রক্ষা নেই হিমালয়ের(Himalaya) সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টেরও(Mount Everest)। এভারেস্টের উচ্চতম হিমবাহ সাউথ কোলও দ্রুত গলছে।...

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...
Exit mobile version