সন্দেশখালি কাণ্ডে সামনে এল আরও একটি ভিডিও। রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সন্দেশখালির আরও একটি ভিডিও। সেই ভিডিওতে স্থানীয় একজন ব্যক্তি দাবি করছেন যে রেখা শর্মা জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজের সই করিয়েছিলেন। এই কাজে তাকে সাহায্য করেছে বিজেপি নেত্রী পিয়ালি দাস। তৃণমূলের অভিযোগ, যখন মহিলারা ভুয়ো ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করতে চান, তখন বিজেপি নেত্রী পিয়ালি ও স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁদের ওপর নানা ভাবে চাপ সৃষ্টি করেছেন। এই ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ করে বিজেপি যাতে নির্বাচনে রাজনৈতিক ফায়দা তুলতে পারে, সেই কাজে সাহায্য করেছে জাতীয় মহিলা কমিশন।
প্রসঙ্গত, উস্কানি দিয়ে রবিবার সকাল থেকে ফের অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে সন্দেশখালিতে। এদিন বিজেপির মহিলারা লাঠি, বাঁশ নিয়ে সকাল থেকে রাস্তায় নামেন। নেতৃত্বে ছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। স্থানীয় তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালিয়ে বেধড়ক মারধর করা হয়। বাধা দিতে গিয়ে ওই মহিলাদের হাতে আক্রান্ত হন ঘটনাস্থলে উপস্থিত সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও তৃণমূল নেতা দিলীপ মল্লিক।