Monday, May 5, 2025

সন্দেশখালি কাণ্ডে প্রকাশ্যে আরও এক ভিডিও, শ্লীলতাহানির অভিযোগ নিয়ে বিস্ফোরক দাবি

Date:

সন্দেশখালি কাণ্ডে সামনে এল আরও একটি ভিডিও। রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সন্দেশখালির আরও একটি ভিডিও। সেই ভিডিওতে স্থানীয় একজন ব্যক্তি দাবি করছেন যে রেখা শর্মা জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজের সই করিয়েছিলেন। এই কাজে তাকে সাহায্য করেছে বিজেপি নেত্রী পিয়ালি দাস। তৃণমূলের অভিযোগ, যখন মহিলারা ভুয়ো ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করতে চান, তখন বিজেপি নেত্রী পিয়ালি ও স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁদের ওপর নানা ভাবে চাপ সৃষ্টি করেছেন। এই ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ করে বিজেপি যাতে নির্বাচনে রাজনৈতিক ফায়দা তুলতে পারে, সেই কাজে সাহায্য করেছে জাতীয় মহিলা কমিশন।

প্রসঙ্গত, উস্কানি দিয়ে রবিবার সকাল থেকে ফের অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে সন্দেশখালিতে। এদিন বিজেপির মহিলারা লাঠি, বাঁশ নিয়ে সকাল থেকে রাস্তায় নামেন। নেতৃত্বে ছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। স্থানীয় তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালিয়ে বেধড়ক মারধর করা হয়। বাধা দিতে গিয়ে ওই মহিলাদের হাতে আক্রান্ত হন ঘটনাস্থলে উপস্থিত সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও তৃণমূল নেতা দিলীপ মল্লিক। সুকুমার বলেন, ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে গিয়েছে। তারপরই চাপে পড়ে হিংসার আশ্রয় নিচ্ছে বিজেপি। এই ঘটনায় ভারতীয় জনতা পার্টি কে তীব্র আক্রমণ করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, সন্দেশখালির যড়যন্ত্র ফাঁস হতেই মরিয়া বিজেপি নিজেদের কুকীর্তি ঢাকতে হিংসা আর সন্ত্রাস ছড়াচ্ছে! প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দেশখালিতে আতঙ্ক ছড়াচ্ছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ও তাঁর সাঙ্গোপাঙ্গরা। আসলে, সন্দেশখালির মা-বোনেদের প্রত্যাঘাত সহ্য করতে পারছে না বিজেপি।গুন্ডাবাহিনী নিয়ে তৃণমূল কর্মীদের উপর নৃশংস হামলা চালাতে বিজেপি তাদের মহিলা কর্মীদের এগিয়ে দিচ্ছে। আর নেতৃত্ব দিচ্ছেন বিজেপি-প্রার্থী রেখা পাত্র, যিনি নিজে দুহাজার টাকার বিনিময় মিথ্যে ধর্ষণের অভিযোগ করেছিলেন বলে তারই দলের মন্ডল সভাপতির বক্তব্য থেকে জানা গেছে।





Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version