Thursday, November 6, 2025

শ্লীলতাহানি-বিতর্কের মধ্যেই নৃত্যশিল্পীকে যৌন হেনস্থায় অভিযুক্ত রাজ্যপাল বোস! রিপোর্ট জমা নবান্নে

Date:

শ্লীলতাহানির অভিযোগের বিতর্কের মধ্যে এবার নৃত্যশিল্পীকে যৌন হেনস্থায় অভিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। নবান্নে (Nabanna) জমা দিয়েছে তদন্ত রিপোর্ট কলকাতা পুলিশ। শ্লীলতাহানির অভিযোগের মধ্যেই এই রিপোর্টে আনন্দ বোস আরও চাপে পড়লেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।এই ঘটনাটি অবশ্য গত বছর অর্থাৎ ২০২৩-এর। এক জনপ্রিয় ওড়িশি নৃত্যশিল্পীর অভিযোগ, অনুষ্ঠানের নাম করে গত জুন মাসে তাঁকে দিল্লি (Delhi) নিয়ে যাওয়া হয়। সেখানে একটি পাঁচতারা হোটেলে রাখা হয়। অভিযোগ, সেখানেই তাঁকে যৌন হেনস্থা করেন আনন্দ বোস। পুলিশে অভিযোগ দায়েরের পাশাপাশি নবান্নের স্মরণাপন্ন হন ওই নৃত্যশিল্পী। সেই আর্জির ভিত্তিতেই কলকাতা পুলিশকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেয় নবান্ন (Nabanna)। এদিন লালবাজারের তরফে নবান্নে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়।রাজভবনে অস্থায়ী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাজ্যপাল। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। রাজভবনের বাইরের সিসিটিভি ফুটেজ যেখানে অভিযোগকারিণীকে স্পষ্ট দেখা যাচ্ছে, সেটি প্রকাশ করে আইনি বিতর্কে জড়িয়েছেন রাজ্যপাল বোস। এর মধ্যেই আরও এক যৌন হেনস্থার অভিযোগে এবার আরও চাপে পড়লেন তিনি। তবে, এই অভিযোগ সম্পর্কে লালবাজার ও নবান্নের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।




Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version