উধাও মোদি ঝড়, ম্লান রামমন্দির! কংগ্রেসের আভ্যন্তরীণ রিপোর্ট “অব কি বার/ ইন্ডিয়া সরকার”!

চলতি লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই চার দফায় ভোট গ্রহণ হয়ে গিয়েছে। আর বাকি তিন দফা। দেশজুড়ে উধাও মোদি ঝড়! রামমন্দির ইস্যুও ম্লান! ঘুরতে শুরু করেছেন শিল্পপতিরা! শেয়ার বাজারে ধসের আশঙ্কা! চারশো চারশো বলে বাজার গরম করলেও বিজেপি নেতাদের শরীরী ভাষায় সেই আত্মবিশ্বাস উধাও! প্রথম চারদফায় ভোটের পর মোদি শাহদের চোখে মুখে হতাশার বহিঃপ্রকাশ!

এদিকে, কংগ্রেসের আভ্যন্তরীণ রিপোর্ট “অব কি বার/ ইন্ডিয়া সরকার”! দেশজুড়ে অন্তত ১৪০ জিতছেই কংগ্রেস। এবার সবমিলিয়ে ৩২৮টি আসনে লড়ছে কংগ্রেস। তার মধ্যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই ২০৪টিতে। ভোটের ট্রেন্ড দেখে কংগ্রেসের বিশ্লেষকরা নিশ্চিত, à§§à§©à§« থেকে ১৪০টি আসন মিলছেই। তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির মতো প্রথম সারির বিরোধী দলগুলি হিসেবে আনলে মহাজোট ‘ইন্ডিয়া’ ৩০০ আসন পেরিয়ে যাবে বলেই অঙ্ক কষে ফেলেছে কংগ্রেস।

গতকাল, সোমবার চতুর্থ দফার ভোট শেষ হয়েছে। এ পর্যন্ত ভোট হয়ে গিয়েছে ৩৭৯ কেন্দ্রে। বাকি আর তিন দফা। তবে এর মধ্যেই ট্রেন্ড পরিষ্কার হয়ে যাচ্ছে বলে মত বিরোধীদের। মোদি ঝড় উধাও, রামমন্দির ইস্যুও পিছনের সারিতে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বঞ্চিত মধ্যবিত্ত… একের পর এক ইস্যু বিপক্ষে যাচ্ছে নরেন্দ্র মোদির। তার উপর নির্বাচনী বন্ড নিয়ে লাগাতার বিজেপি-বিরোধী ক্ষোভ। এছাড়া এজেন্সির অতিসক্রিয়তা তো রয়েইছে। এই সব মিলিয়ে তাই কংগ্রেস আশাবাদী, ১৪০’এর কম আসন তাদের ঝুলিতে আসবে না। সেক্ষেত্রে হেসেখেলে ‘ইন্ডিয়া’ সরকার গড়ে ফেলবে।

এ প্রসঙ্গে কংগ্রেস উদাহরণ টেনেছে ২০০৪ সালের। সেবার কংগ্রেস ১৪৫টি আসন পেয়েও ইউপিএ সরকার গঠন করেছিল। কংগ্রেসের আভ্যন্তরীণ রিপোর্ট বলছে, এ পর্যন্ত ১১০-১২০ আসছেই। বাকিটা শেষ তিন পর্বে নিশ্চিত হয়ে যাবে। এমনকী, কোনও কোনও রাজ্যে ‘সারপ্রাইজ’ ফল হবে বলেও আশায় রয়েছে হাইকমান্ড। একবার ‘ইন্ডিয়া’ ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে গেলে এনডিএ ছেড়েও অনেক দল মহাজোটে শামিল হবে। আর যেভাবে এই চার দফায় ভোটদানের হার কমছে, তাতে উজ্জীবিত হয়ে উঠছে কংগ্রেস। বছরে ১ লক্ষ টাকা নিশ্চিত করতে এখন থেকেই কংগ্রেসের ফর্ম ভরার উৎসাহ বাড়ছে মহিলাদের মধ্যে। ততটাই কপালে ভাঁজ বাড়ছে গেরুয়া শিবিরের।

আরও পড়ুন- মুম্বই ধুলোঝড়ে বিলবোর্ড ভেঙে মৃতের সংখ্যা ১৪, সকালেও চলছে উদ্ধার কাজ