বৃষ্টির দুর্যোগ কাটিয়ে ফের অস্বস্তিকর গরমে কাবু দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আগামী দু-তিন দিনের মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত উর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা। আর্দ্রতা জনিত অস্বস্তির কারণে ঘর্মাক্ত হতে হবে বাঙালিকে। উইকেন্ডে উপকূলে বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। এসবের মাঝেই বর্ষা (Rainy season)এগিয়ে আসার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস!

মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোথাও সেরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। তাপপ্রবাহ না হলেও গরম পারবে। উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। শহর কলকাতায় কলকাতায় আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা ধাপে-ধাপে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। হাওয়া অফিস (Weather Department) বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের সর্বশেষ উপগ্রহ চিত্র বর্ষার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। মনে করা হচ্ছে বর্ষা কিছুটা এগিয়ে আসবে। সাধারণ নিয়মে জুন মাসের প্রথম সপ্তাহে ভারতে প্রবেশ করে বর্ষা। এবার চলতি মাসের ১৯ তারিখে মৌসুমী বায়ু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করার সম্ভাবনা বাড়ছে। কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে ২৬ মে’র মধ্যে। তার পরবর্তী দু সপ্তাহের মধ্যে তা দেশের পূর্বাঞ্চলের রাজ্যে প্রবেশ করতে চলেছে।

