Monday, November 3, 2025

নীল-সাদায় মনোনয়ন পেশ মোদির, ‘রাজা তোর কাপড় কোথায়?’ মনে করালেন ডেরেক

Date:

Share post:

দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো। কাল ভৈরবের মন্দিরে পুজো। মনোনয়ন পেশের সময় পাশে সন্ন্যাসী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনোনয়ন পেশের সঙ্গে উপস্থিত ধর্ম-উপাসক হিসাবে নিজেকে প্রচারের সব রকম রসদই। দেশের একাধিক মন্ত্রী ও এনডিএ জোটের শীর্ষ নেতাদের নিয়ে বারাণসী জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার সময়ও নরেন্দ্র মোদির কাছে সব থেকে বেশি গুরুত্ব পেল হিন্দুত্বের প্রচার। মনোনয়ন পেশের দিন রাজ্যসভার একটি পুরোনো ভিডিও পোস্ট করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের কটাক্ষ দেশের একনায়কতন্ত্র কায়েম করা ‘রাজা’কে নিয়ে।

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ প্রথমে কাশির দশাশ্বমেধ ঘাটে গঙ্গা পুজো করেন নরেন্দ্র মোদি। সেখান থেকে কালভৈরবের মন্দিরে পুজো দেন। তারপরই রওনা দেন বারাণসী জেলাশাসকের দফতরের উদ্দেশে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও এনডিএ জোটের শরিক দলের শীর্ষনেতাদের মধ্যে ছিলেন চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাশওয়ান, আরএলডি-র জয়ন্ত চৌধুরী, পিএমকে-র অম্বুমানি রামদাস প্রমুখ। জেলাশাসকের ঘর পর্যন্ত তাঁকে সঙ্গে দেন যোগী আদিত্য়নাথ, সন্ন্যাসী ও তাঁর প্রস্তাবকরা।

মোদির মনোনয়ন পেশের দিন তৃণমূল স্মরণ করায় তাঁর জমানায় দেশের গণতন্ত্র, সাংসদদের মুখ বন্ধ করার সংক্ষিপ্ত ইতিহাস। ১০ ফেব্রুয়ারি বাজেট প্রস্তাবনা পেশের শেষ দিনের একটি ভিডিও পোস্ট করেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। যেখানে কটাক্ষ করা হয় ‘ফাঁকা সংসদে’ ২০২৪ সালে বিজেপি সরকারের বাজেট প্রস্তাবনা পেশকে। রাজ্যসভায় সেদিন আরেক সাংসদ সাকেত গোখলে বর্ণনা করেছিলেন উলঙ্গ রাজা-র কাহিনী।

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...