Tuesday, August 26, 2025

ঠিক কী ঘটেছিল গোয়েঙ্কা-রাহুলের মধ্যে, ফাঁস করলেন লখনউ দলের কোচ

Date:

এবার সঞ্জীব গোয়েঙ্কা-কে এল রাহুল বিতর্ক নিয়ে মুখ খুললেন লখনউ দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর প্রকাশ্যে রাহুলকে ভর্ৎসনা করেছিলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। যা নিয়ে বয়ে গিয়েছিলো সমালোচনার ঝড়। সেদিন ঠিক কী ঘটেছিল? সেই নিয়ে এবার মুখ খুললেন ল্যাঙ্গার।

এই নিয়ে লখনউ কোচ বলেন, “ চায়ের কাপে তুফান তুলেছে। ব্যাপক ঝড় উঠেছে। যে বিষয়টা আমাকে সব থেকে অবাক করেছে তা হল, ক্রিকেট নিয়ে প্যাশনেট ভারতের মানুষ। মিস্টার গোয়েঙ্কাও ব্যতিক্রম নন। আমিও নই। কেএল-ও নয়।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা কাজ দেয়নি। খেলার শেষে মিস্টার গোয়েঙ্কা মাঠে এসে কেএল-কে জিজ্ঞাসা করেন, কী হল? আমরা যে পরিকল্পনা স্থির করেছিলাম, তা তো কাজেই এল না। এবার আমরা কী করব? তারপর দীর্ঘক্ষণ আমাদের মধ্যে আলোচনা হয়। আমাদের কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। কিন্তু সেই ভিডিওয় শব্দ ছিল না। কী কথাবার্তা হয়েছিল, তা কেউ শোনেননি। দেখে মনে হয়েছে খুবই আক্রমণাত্মক কথাবার্তা হয়েছে। আসলে সেরকম বিষয়টাই নয়।”

গত বুধবার হায়দরাবাদের কাছে হারের পর , প্রকাশ্যে মাঠে নেমে রাহুলকে ভর্ৎসনা করেন সঞ্জীব গোয়েঙ্কা। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে অনেক কিছু বোঝাতে থাকেন। তাঁর আচরণ দেখেই বোঝা যাচ্ছিল দলের এই হারে তিনি খুশি নন। সঞ্জীব গোয়েঙ্কার দাপটের সামনে রাহুল কিছু বলতেই পারেননি। তিনি চুপচাপ মাথা নীচু করে দাঁড়িয়েছিলেন। সেই ঘটনা একেবারেই ভালোভাবে নেননি ক্রিকেটপ্রেমিরও। সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছিল গোয়েঙ্কার সমালোচনা।

আরও পড়ুন- এবার হার্দিকের সমালোচকদের একহাত নিলেন গম্ভীর, কী বললেন কলকাতার মেন্টর?





Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...
Exit mobile version