দলীয় প্রার্থীদের হয়ে এবার শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটের প্রচারে চালাচ্ছেন দলবদলু বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। কোথাও রোড-শো, তো কোথাও আবার জনসভা। তবে রাজনৈতিক কথাবার্তা কম, তাঁর সিনেমার ডায়লগ দিয়ে হাততালি কুড়োচ্ছেন মিঠুন। এবার ভোট প্রচারে বেরিয়ে বাংলাকে চরম অপমান করলেন তিনি। বাংলাকে ‘কাংলা’ বলে মন্তব্য করে বসেন মিঠুন। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।

হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে বেরিয়ে বিতর্কিত মন্তব্য করেন মিঠুন চক্রবর্তী। নিজের সিনেমার একটি বিখ্যাত গান ‘খেয়ে যে লাথি লেং ভেঙে ওই গেলো ঠেং…’ গানটি গেয়ে শোনান মিঠুন। এর পরই বলেন, “অনেকদিন আগে একটা গান গেয়েছিলাম। আমি ভাবিনি, এই গানটা বাংলার আজকের এই দিনের সঙ্গে এভাবে মিলে যাবে। আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা/ যদি প্রশ্ন করে বীর নেতাজি, কী তার জবাব দেব আমরা?”

বাংলা নিয়ে মিঠুনের এমন মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতারা বলেন, মিঠুন চক্রবর্তী মানসিক ভারসাম্য হারিয়েছেন। নিজে ইডি, সিবিআইয়ের হাত থেকে বাঁচতে ও ছেলেকে বাঁচাতে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছে। বাংলার ভাবমূর্তি নষ্ট করছেন। যে দল নেতাজি, রবীন্দ্রনাথদের অপমান করে, তাদের হয়েই গলা ফাটাচ্ছেন মিঠুন। মানুষ ভোট বাক্সে সমস্ত কুৎসা, অপপ্রচারের জবাব দেবে।
