আজ পূর্ব মেদিনীপুরে ৩ সভা মমতার, বিষ্ণুপুরে প্রচার অভিষেকের

আজ পূর্ব মেদিনীপুরের (East Midnapore) তমলুক ও কাঁথি লোকসভায় প্রচার সারবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন প্রথমে মমতা জনসভা করবেন হলদিয়া বিধানসভা এলাকায়। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে হলদিয়ার ক্ষুদিরাম মেলা প্রাঙ্গণে প্রচার করবেন তিনি। এই কেন্দ্রে দেবাংশুর বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন হলদিয়ার পর মমতা যাবেন কাঁথিতে। সেখানে তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে একটি রোড-শো করবেন তিনি। রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে থেকে রোড শো শুরু হয়ে রূপসী বাইপাস পর্যন্ত যাবে বলে খবর। এই কেন্দ্রে সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী। পাশাপাশি এদিন এগরার জাটুলাল হাইস্কুলের মাঠে জুন মালিয়ার সমর্থনেও প্রচার সারবেন মমতা।

অন্যদিকে, এদিন একটিমাত্র প্রচারসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিষ্ণুপুর লোকসভায় তিনি প্রচার সারবেন। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল। তাঁর প্রতিদ্বন্দ্বী বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থীর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ। বৃহস্পতিবারের সভা ঘিরে দলের কর্মী, সমর্থকদের উৎসাহ তুঙ্গে।


Previous articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ
Next articleToday’s market price: আজকের বাজারদর