Saturday, May 3, 2025

ডিভোর্স ছাড়াই নতুন বিয়ে! দ্বিতীয় স্ত্রীকে অত্যাচার! ব্যারাকপুরে খেল খতম অর্জুনের

Date:

বাহুবলী, মাফিয়া, খুনি, গুণ্ডা বিশেষণগুলি তাঁর নামের সঙ্গে দীর্ঘদিন ধরে আষ্টেপিষ্টে জড়িয়ে আছে। এবার নতুন বিপাকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ভোটের ঠিক তিনদিন আগে অর্জুনের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য হাজির করল তৃণমূল। অর্জুনের নির্বাচনী হলফনামা প্রকাশ্যে এনে
ব্যারাকপুর মহিলা তৃণমূল কংগ্রেস চাঞ্চল্যকর অভিযোগ করল। তথ্য-প্রমাণ হাতে নিয়ে তৃণমূলের দাবি, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা হিন্দু বিবাহ আইন লঙ্ঘন করেছেন। তিনি তাঁর প্রথম স্ত্রীকে আইনত ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এবং প্রথম স্ত্রীর সঙ্গেই এখনও সংসার করে চলেছেন। হিন্দু বিবাহ আইন অনুযায়ী যা অন্যায়। এবার এই ইস্যুতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে সরব হলেন মহিলা তৃণমূল কংগ্রেস।

রীতিমতো সাংবাদিক বৈঠক করে এলাকার মহিলাদের দাবি, অর্জুন সিং যে কাজ করেছেন তা যেমন আইনের চোখে অন্যায়, ঠিক একইভাবে মহিলাদের প্রতি অপমান। যে বিজেপি হিন্দুত্বের বড়াই করে, সেই বিজেপি প্রার্থী হিন্দু বিবাহ আইন লঙ্ঘন করছে। যে বিজেপি রামের কথা বলে, সেই বিজেপি মহিলাদের অপমান করছে। যা ব্যারাকপুরের মহিলারা কোনওভাবে মেনে নেবেন না।

সাংবাদিক বৈঠক থেকে অর্জুনের নির্বাচনী হলফনামা সামনে এনে দাবি করা হয়, অর্জুন সিংয়ের প্রথম স্ত্রী ঊষা সিং। তাঁদের ছেলের নাম পবন সিং। ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন অর্জুন। কিন্তু প্রথম স্ত্রীর সঙ্গে এখনও সংসার করছেন। আবার প্রথম পক্ষের ছেলে পবন সিং বিজেপির বিধায়ক। তৃণমূল বলছে, “বাবা অন্যায়ভাবে দুটি বিয়ে করেছে, বিধায়ক ছেলেরও লজ্জা হওয়া উচিত।”

নির্বাচনী হলফনামায় অর্জুন সিং দেখিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রীর নাম শ্রাবন্তী সিং। তাঁদের ছেলের নাম অভিরূপ সিং। ২০১৫ সালে প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেন। তবে প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করার বিষয়টি ২০১৯ সালের নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি বলেও অভিযোগ করেছে তৃণমূল। এবার ধরা পড়ে যাওয়ার ভয়ে হলফনামায় তা উল্লেখ করেছেন অর্জুন।

তৃণমূলের দাবি, অন্যায়ভাবে দ্বিতীয় বিয়ে করার পর দ্বিতীয় স্ত্রীকে অত্যাচারও করেন অর্জুন। দ্বিতীয় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। যদিও দ্বিতীয় পক্ষের ছেলেকে স্বীকৃতি দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। সেই জায়গা থেকে তৃণমূলের প্রশ্ন, “অর্জুন আইন বিরুদ্ধ ভাবে দ্বিতীয় বিয়ে করেছেন, কিন্তু বিয়ে করা স্ত্রীকে সম্মান দিতে পারেন নি, তখন ব্যারাকপুরের মহিলাদের কীভাবে সম্মান দেবেন? অন্যদিকে, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষীর ভাণ্ডার দিয়ে সারা বাংলার মেয়েদের সম্মান দিচ্ছেন। তাই ব্যারাকপুরে মানুষদের কাছে আবেদন, অর্জুন সিংয়ের মতো লোককে ভোট দিলে মহিলাদের আর সম্মান থাকবে না।”

তৃণমূলের মহিলারা মনে করছেন, এই ঘটনা প্রকাশ্যে আসার পর অর্জুন সিংয়ের মনোনয়ন বাতিল হওয়া উচিত। দ্বিতীয় স্ত্রী জানিয়েছেন, তাঁদের ছেলে অভিরূপকে অর্জুন সিং মেনে নিলেও তাঁকে মানতে চাইছেন না বারাকপুরের বিজেপি প্রার্থী। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবে তৃণমূল।





 

Related articles

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...
Exit mobile version