Friday, November 28, 2025

অসমে ১.২ কোটি বাংলাদেশ বংশদ্ভূত! অস্তিত্ব সংকটের কথা বলতেই প্রশ্নের মুখে হিমন্ত

Date:

Share post:

অসমে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলে ঝাড়খণ্ডের বাসিন্দাদের সতর্ক করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অনুপ্রবেশকারীদের কারণে অসমের মানুষের অস্তিত্ব বাঁচিয়ে রাখাই চ্যালেঞ্জ তাঁর, ঝাড়খণ্ডে এমনই দাবি হিমন্তের। ১৫ বছর কংগ্রেস সরকারের অংশ ও ৮ বছর বিজেপি সরকারের অংশ থাকার পরেও কেন বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে ভূমিকা নেননি, রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।

ঝাড়খণ্ড লোকসভা নির্বাচনের প্রচারে এসে হিমন্তের দাবি, “আজ, অসমে প্রায় ১.২৫ কোটি নাগরিক এমন আছেন যাঁরা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সঙ্গে যুক্ত, যা জরুরি ও জটিল পরিস্থিতি তৈরি করছে।” সেই সঙ্গে তিনি অসমের মানুষের অস্তিত্ব সংকটের কথা বলতে গিয়ে বলেন, “এটা চিন্তার যে বাংলাদেশের বংশদ্ভূত এমন ৪০জন বিধায়ক অসমে রয়েছেন যাঁরা মন্ত্রী, স্পিকার, জেলাশাসক থেকে জেলা কমিশনারের ভূমিকাও পালন করেছেন। এই সত্যিটাই অসমীয়াদের নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার দিকটাকে নিচু করে দেখাচ্ছে।”

হিমন্তের এই উক্তি তাঁকে রাজনৈতিকভাবে প্রশ্নের মুখে ফেলেছে। রাজনীতিকদের প্রশ্ন ১৯৮৫ সালের অসম অ্যাকর্ড অনুযায়ী বেআইনিভাবে অসমে বসবাসকারীদের চিহ্নিতকরণ, গ্রেফতার ও নির্বাসনের ক্ষমতা দেয়। তবে এই ১.২৫ কোটি নাগরিকের ক্ষেত্রে এতদিন কেন তিনি নিজে পদক্ষেপ নেননি। কংগ্রেসের মন্ত্রীসভার পাশাপাশি বিজেপির মন্ত্রীসভা ও মুখ্যমন্ত্রীর পদে থেকেও কেন তাঁর দিক থেকে কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। অন্য রাজ্যের প্রচারে গিয়ে এই ধরনের বক্তব্যকে উস্কানিমূলক বলে উল্লেখ করেছেন রাজনীতিকরা।

সবথেকে বেশি সমালোচিত হয়েছে বাংলাদেশ বংশদ্ভূত ৪০ বিধায়কের বিষয়টি। বেআইনিভাবে বসবাসকারী জানা সত্ত্বেও কেন তাঁদের জেলে ঢোকানো হয়নি, এবং নির্বাচনের সময়ে তা নিয়ে কেন প্রশ্ন তুলছেন হিমন্ত বিশ্বশর্মা, প্রশ্ন তুলছে বিরোধীরা।

spot_img

Related articles

হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

প্রকাশ্যে হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ (CC Camera Footage)। হাওড়ার (Howrah) বালিতে তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল...

ঘরের মাঠেই শুরু হরমনপ্রীতদের টি২০ বিশ্বকাপের প্রস্তুতি, প্রতিপক্ষ কারা?

বিশ্বকাপ জয়ের রেশ কাটিয়ে মাঠে  নামছে ভারতীয় মহিলা(India women) দল। একদিনের বিশ্বকাপ জয়ে পর এবার মিশন টি২০-র খেতাব।...

নিজেদের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন সিদ্ধার্থ-কিয়ারা, শেয়ার করলেন প্রথম ঝলক

চলতি বছরই বাবা-মা হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) ও কিয়ারা আডবানি (Kiara Advani)। মেয়ের জন্মের পর থেকেই তাকে...

ভারী বর্ষণের জেরে বন্যা-ধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা 

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কায় (Rain disaster in Srilanka) মৃত্যু মিছিল। একটানা ভারী বৃষ্টিতে দেশ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি...