Thursday, January 29, 2026

অসমে ১.২ কোটি বাংলাদেশ বংশদ্ভূত! অস্তিত্ব সংকটের কথা বলতেই প্রশ্নের মুখে হিমন্ত

Date:

Share post:

অসমে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলে ঝাড়খণ্ডের বাসিন্দাদের সতর্ক করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অনুপ্রবেশকারীদের কারণে অসমের মানুষের অস্তিত্ব বাঁচিয়ে রাখাই চ্যালেঞ্জ তাঁর, ঝাড়খণ্ডে এমনই দাবি হিমন্তের। ১৫ বছর কংগ্রেস সরকারের অংশ ও ৮ বছর বিজেপি সরকারের অংশ থাকার পরেও কেন বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে ভূমিকা নেননি, রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।

ঝাড়খণ্ড লোকসভা নির্বাচনের প্রচারে এসে হিমন্তের দাবি, “আজ, অসমে প্রায় ১.২৫ কোটি নাগরিক এমন আছেন যাঁরা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সঙ্গে যুক্ত, যা জরুরি ও জটিল পরিস্থিতি তৈরি করছে।” সেই সঙ্গে তিনি অসমের মানুষের অস্তিত্ব সংকটের কথা বলতে গিয়ে বলেন, “এটা চিন্তার যে বাংলাদেশের বংশদ্ভূত এমন ৪০জন বিধায়ক অসমে রয়েছেন যাঁরা মন্ত্রী, স্পিকার, জেলাশাসক থেকে জেলা কমিশনারের ভূমিকাও পালন করেছেন। এই সত্যিটাই অসমীয়াদের নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার দিকটাকে নিচু করে দেখাচ্ছে।”

হিমন্তের এই উক্তি তাঁকে রাজনৈতিকভাবে প্রশ্নের মুখে ফেলেছে। রাজনীতিকদের প্রশ্ন ১৯৮৫ সালের অসম অ্যাকর্ড অনুযায়ী বেআইনিভাবে অসমে বসবাসকারীদের চিহ্নিতকরণ, গ্রেফতার ও নির্বাসনের ক্ষমতা দেয়। তবে এই ১.২৫ কোটি নাগরিকের ক্ষেত্রে এতদিন কেন তিনি নিজে পদক্ষেপ নেননি। কংগ্রেসের মন্ত্রীসভার পাশাপাশি বিজেপির মন্ত্রীসভা ও মুখ্যমন্ত্রীর পদে থেকেও কেন তাঁর দিক থেকে কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। অন্য রাজ্যের প্রচারে গিয়ে এই ধরনের বক্তব্যকে উস্কানিমূলক বলে উল্লেখ করেছেন রাজনীতিকরা।

সবথেকে বেশি সমালোচিত হয়েছে বাংলাদেশ বংশদ্ভূত ৪০ বিধায়কের বিষয়টি। বেআইনিভাবে বসবাসকারী জানা সত্ত্বেও কেন তাঁদের জেলে ঢোকানো হয়নি, এবং নির্বাচনের সময়ে তা নিয়ে কেন প্রশ্ন তুলছেন হিমন্ত বিশ্বশর্মা, প্রশ্ন তুলছে বিরোধীরা।

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...