Thursday, August 21, 2025

অসমে ১.২ কোটি বাংলাদেশ বংশদ্ভূত! অস্তিত্ব সংকটের কথা বলতেই প্রশ্নের মুখে হিমন্ত

Date:

Share post:

অসমে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলে ঝাড়খণ্ডের বাসিন্দাদের সতর্ক করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অনুপ্রবেশকারীদের কারণে অসমের মানুষের অস্তিত্ব বাঁচিয়ে রাখাই চ্যালেঞ্জ তাঁর, ঝাড়খণ্ডে এমনই দাবি হিমন্তের। ১৫ বছর কংগ্রেস সরকারের অংশ ও ৮ বছর বিজেপি সরকারের অংশ থাকার পরেও কেন বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে ভূমিকা নেননি, রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।

ঝাড়খণ্ড লোকসভা নির্বাচনের প্রচারে এসে হিমন্তের দাবি, “আজ, অসমে প্রায় ১.২৫ কোটি নাগরিক এমন আছেন যাঁরা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সঙ্গে যুক্ত, যা জরুরি ও জটিল পরিস্থিতি তৈরি করছে।” সেই সঙ্গে তিনি অসমের মানুষের অস্তিত্ব সংকটের কথা বলতে গিয়ে বলেন, “এটা চিন্তার যে বাংলাদেশের বংশদ্ভূত এমন ৪০জন বিধায়ক অসমে রয়েছেন যাঁরা মন্ত্রী, স্পিকার, জেলাশাসক থেকে জেলা কমিশনারের ভূমিকাও পালন করেছেন। এই সত্যিটাই অসমীয়াদের নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার দিকটাকে নিচু করে দেখাচ্ছে।”

হিমন্তের এই উক্তি তাঁকে রাজনৈতিকভাবে প্রশ্নের মুখে ফেলেছে। রাজনীতিকদের প্রশ্ন ১৯৮৫ সালের অসম অ্যাকর্ড অনুযায়ী বেআইনিভাবে অসমে বসবাসকারীদের চিহ্নিতকরণ, গ্রেফতার ও নির্বাসনের ক্ষমতা দেয়। তবে এই ১.২৫ কোটি নাগরিকের ক্ষেত্রে এতদিন কেন তিনি নিজে পদক্ষেপ নেননি। কংগ্রেসের মন্ত্রীসভার পাশাপাশি বিজেপির মন্ত্রীসভা ও মুখ্যমন্ত্রীর পদে থেকেও কেন তাঁর দিক থেকে কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। অন্য রাজ্যের প্রচারে গিয়ে এই ধরনের বক্তব্যকে উস্কানিমূলক বলে উল্লেখ করেছেন রাজনীতিকরা।

সবথেকে বেশি সমালোচিত হয়েছে বাংলাদেশ বংশদ্ভূত ৪০ বিধায়কের বিষয়টি। বেআইনিভাবে বসবাসকারী জানা সত্ত্বেও কেন তাঁদের জেলে ঢোকানো হয়নি, এবং নির্বাচনের সময়ে তা নিয়ে কেন প্রশ্ন তুলছেন হিমন্ত বিশ্বশর্মা, প্রশ্ন তুলছে বিরোধীরা।

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...