বর্ণাঢ্য রোড শো: অভিষেক আবেগে ভাসল ডায়মন্ড হারবার

অনেকেই আবার ইউ লাভ অভিষেক লেখা কাটআউট হাতে নিয়ে হাঁটেন গোটা রোড শো। অভিষেকের গাড়ির পিছনের গাড়িতেই ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও

বাংলার দক্ষিণ, পশ্চিম, পূর্বে নির্বাচনী প্রচার, রোড শো তো হয়েইছে। এবার নিজের কেন্দ্রে প্রচারে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)। গোটা রাজ্যে জনপ্লাবন তোলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড রোড শো ঘিরে যে উচ্ছ্বাস বেশি থাকবে স্থানীয়দের মধ্যে তা বলাই বাহুল্য। জন প্লাবন বললেও এই রোড শোকে কম বলা হবে। সামনে বা পিছনে যতদূর ড্রোনের ক্যামেরায় ছবি ধরা পড়ে, রাস্তায় শুধুই মানুষের মাথা। এমনকি আশেপাশের রাস্তা ধরে ছুটে আসতে দেখা যায় স্থানীয় মহিলাদের। রোড শো যথার্থই জনগনের গর্জনের চেহারা নেয়।

শনিবার, রোড শো-তে অভিষেক ম্যাজিক। হুড খোলা গাড়িতে রোড শোতে ডায়মন্ড হারবারের রাস্তা কার্যত চলে যায় তৃণমূলের দখলে। রাস্তার দুধারেই শুধু নয়, অভিষেককে একঝলক দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ছিল ভিড়ে ঠাসা। এলাকা শুনশান করে মানুষ ভিড় করেন রোড শো দেখতে। কপাটহাট থেকে এম বাজার পর্যন্ত পুরো রোড শোতেই একই ছবি দেখা যায়। অভিষেক হাত জোড় করে সকলকে নমস্কার জানান। আবার উৎসাহী জনতাকে কখনও হাত নেড়ে অভিবাদনও জানান।

ডায়মন্ড হারবারের রাস্তা স্তব্ধ করে ছুটির দিনের রোড শো উপভোগ করেন হাঁটতে থাকা মানুষও। কারো হাতে বেলুন, কারো হাতে দলীয় পতাকা। অনেকেই আবার ইউ লাভ অভিষেক লেখা কাটআউট হাতে নিয়ে হাঁটেন গোটা রোড শো। অভিষেকের গাড়ির পিছনের গাড়িতেই ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও। মাঝে মাঝে পথের দুধারে ভিড় করা উৎসাহী মানুষের উদ্দেশে গোলাপের পাঁপড়ি ছুঁড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।