Thursday, January 15, 2026

ডিরেক্ট পলিটিক্স করছেন কয়েকজন মহারাজ! ভারত সেবাশ্রম-রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে ক্ষুব্ধ মমতা

Date:

Share post:

সাধুর বেশ ধরেও ভারত সেবা সংঘ ও রামকৃষ্ণ মিশনের অনেক মহারাজ সরাসরি রাজনীতি করছেন। শনিবার, গোঘাটে আরামবাগের দলীয় প্রার্থী মিতালি বাগের (Mitali Bag) নির্বাচনী প্রচার সভা থেকে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা দাবি করেন, মায়ের মন্দির যেখানে যেখানে আছে, তারা খুব ভালো কাজ করেন। কিন্তু কেউ-কেউ সেটা করে না। ভারত সেবা সংঘের যে মহারাজের কথা বলছেন, তিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেছিলেন।

এদিনের সভা থেকে সরাসরি ভারত সেবা সংঘের মহারাজকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আসানসোল রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “সব সাধু তো সমান হয় না। সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন। আমি শুনেছি অনেকদিন ধরে – কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার একটা শ্রদ্ধার তালিকায় তারা দীর্ঘদিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে যে আমি তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু মনে করি না। তার কারণ তিনি ডিরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন।“

এরপরেই তৃণমূল সভানেত্রী জানান, “আমি চিহ্নিত করেছি, কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কী হেল্প করিনি? সিপিআইএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে তখন আমি পুরো সমর্থন করেছিলাম। মা-বোনেরা আসত। তরকারি কেটে দিত। সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে।“

মমতা অভিযোগ, “দিল্লি থেকে নির্দেশ আসে। বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বল। কেন করবেন সাধু-সন্তরা এ কাজ? রামকৃষ্ণ মিশনকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে। ওদের কাছে একটা হোয়্যাটসঅ্যাপ গ্রুপ আছে। ওদের যাঁরা সদস্য হন, যাঁরা দীক্ষা নেন, তাঁদেরকে আমি ভালবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি। কিন্তু রামকৃষ্ণ মিশন কোনওদিন ভোট দেয় না, এটা আমি জানি। তাহলে কেন আমি অন্যকে ভোট দিতে বলব? কেউ-কেউ নিয়ম লঙ্ঘন করছে। সবাই নয়।“ ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।






spot_img

Related articles

বৃহস্পতির সকালে শীত-কুয়াশার ওপেনিং ইনিংস, আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা 

পৌষের শীতের (Winter)হাড় কাঁপানো অনুভূতি মাঘের প্রথম সকালেও টের পাওয়া যাচ্ছে। তবে ভোরের দিকে হাওয়া একটু কম হওয়ায়...

১০০ দিনের টাকা আটকে রাখা যাবে না: হাইকোর্ট

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতিতে দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে কালকে রয়েছে। ১০০ দিনের বকেয়া কাজের...

রাজ্যের ডিজিপি-কলকাতার পুলিশ কমিশনারকে সাসপেন্ড করার আর্জি নিয়ে শীর্ষ আদালতে ইডি

আইপ্যাক অফিসে তল্লাশি মামলায় (ED raid in ipac office) সুপ্রিম শুনানির দিন নতুন আবেদন নিয়ে হাজির হল এনফোর্সমেন্ট...

যুদ্ধকালীন পরিস্থিতি ইরানে, আকাশসীমা বন্ধ খামেনেইয়ের দেশের!

একদিকে দেশজুড়ে বিক্ষোভ অন্যদিকে ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) চোখরাঙানি- দুয়ের জেরে পিছু হটতে বাধ্য হলো ইরান (Iran)!...