Monday, May 19, 2025

ডিরেক্ট পলিটিক্স করছেন কয়েকজন মহারাজ! ভারত সেবাশ্রম-রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে ক্ষুব্ধ মমতা

Date:

Share post:

সাধুর বেশ ধরেও ভারত সেবা সংঘ ও রামকৃষ্ণ মিশনের অনেক মহারাজ সরাসরি রাজনীতি করছেন। শনিবার, গোঘাটে আরামবাগের দলীয় প্রার্থী মিতালি বাগের (Mitali Bag) নির্বাচনী প্রচার সভা থেকে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা দাবি করেন, মায়ের মন্দির যেখানে যেখানে আছে, তারা খুব ভালো কাজ করেন। কিন্তু কেউ-কেউ সেটা করে না। ভারত সেবা সংঘের যে মহারাজের কথা বলছেন, তিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেছিলেন।

এদিনের সভা থেকে সরাসরি ভারত সেবা সংঘের মহারাজকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আসানসোল রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “সব সাধু তো সমান হয় না। সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন। আমি শুনেছি অনেকদিন ধরে – কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার একটা শ্রদ্ধার তালিকায় তারা দীর্ঘদিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে যে আমি তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু মনে করি না। তার কারণ তিনি ডিরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন।“

এরপরেই তৃণমূল সভানেত্রী জানান, “আমি চিহ্নিত করেছি, কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কী হেল্প করিনি? সিপিআইএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে তখন আমি পুরো সমর্থন করেছিলাম। মা-বোনেরা আসত। তরকারি কেটে দিত। সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে।“

মমতা অভিযোগ, “দিল্লি থেকে নির্দেশ আসে। বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বল। কেন করবেন সাধু-সন্তরা এ কাজ? রামকৃষ্ণ মিশনকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে। ওদের কাছে একটা হোয়্যাটসঅ্যাপ গ্রুপ আছে। ওদের যাঁরা সদস্য হন, যাঁরা দীক্ষা নেন, তাঁদেরকে আমি ভালবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি। কিন্তু রামকৃষ্ণ মিশন কোনওদিন ভোট দেয় না, এটা আমি জানি। তাহলে কেন আমি অন্যকে ভোট দিতে বলব? কেউ-কেউ নিয়ম লঙ্ঘন করছে। সবাই নয়।“ ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।






spot_img

Related articles

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...

হরপ্রীত ব্রারের দুরন্ত স্পেলেই প্লেঅফ পাকা পঞ্জাব কিংসের

শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হরপ্রীত ব্রার(Harpreet Brar)। আর সেটাই যে এদিন পঞ্জাব কিংসের(PBKS) মাস্টার স্ট্রোক ছিল...