Monday, November 3, 2025

কলকাতা থেকে কোচবিহারগামী বাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত এক মহিলা-সহ ২

Date:

সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই (Passenger Bus) বাস। শনিবার ভোরে উত্তর দিনাজপুরের চাকুলিয়া (Chakulia) থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনায় এক মহিলা-সহ দুই জন এবং আহত কমপক্ষে ২০ জন যাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার অন্তর্গত কানকি ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িটির গতি কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গাড়ির চালক সুস্থ অবস্থায় ছিলেন কিনা, কাউকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে কিনা., সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এদিন উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এখনও পর্যন্ত মৃতদের নাম জানা যায়নি।


দুর্ঘটনা প্রসঙ্গে কানকি গ্রাম পঞ্চায়েতের প্রধান কাইসার আহমেদ বলেন, ‘একটি ভলভো বাস কলকাতা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। তা উলটে যায়। হয়তো চালক ঘুমিয়ে পড়েছিলেন বা ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।


Related articles

রাত পোহালেই পথে মুখ্যমন্ত্রী: SIR-এর আড়ালে NRC আতঙ্ক তৈরির চক্রান্তের প্রতিবাদ

সোমবার রাত পোহালেই রাজ্যে শুরু বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপের কাজ। ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই...

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ...

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

কথা ছিল। সেই মতো কথা রাখল বিসিসিআই। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা বিশ্বজয়ের...

ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর...
Exit mobile version