Sunday, November 9, 2025

বিজেপির প্রচার জালিয়াতি হাস্যকর, সিঙ্গাপুর মেট্রোর ছবি ব্যবহারে মোদিকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

কাজের কাজ কিছু নেই শুধুই বিজ্ঞাপনী চমক দিয়ে মানুষের মন ঘোরাবার চেষ্টা। উন্নয়নের খতিয়ান দেখাতে না পেরে অন্যদেশের উন্নয়নের ছবি ব্যবহার একেবারে ‘ হাস্যকর প্রচার’। এভাবেই মোদি সরকারকে কটাক্ষ করলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। সম্প্রতি, বঙ্গ বিজেপির পক্ষ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, গত ১০ বছরে নরেন্দ্র মোদি দেশের ২০টিরও বেশি শহরে মেট্রো রেল পরিষেবা চালু করেছেন। সেখানে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি আসলে সিঙ্গাপুরের মেট্রো রেলের ছবি! এদিন কুণাল বলেন, এর আগে বাংলার উন্নয়নের ছবি ব্যবহার করে বিজেপিকে নিজেদের বলে চালাতে দেখা গেছে। মা ফ্লাইওভারের (Maa Flyover)ছবি ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরে কুণাল বলেন, ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কোনও কাজ করেনি। তাই মেট্রোর উন্নতির প্রচার করতে সিঙ্গাপুরের মেট্রোর ছবি দিয়ে কাজ চালাতে হচ্ছে। ভারতীয় জুমলা পার্টির এই প্রচার জালিয়াতিকে হাস্যকর বলে কটাক্ষও করেন তিনি। আসলে বিজেপি বুঝতে পারছে যে তারা হারতে চলেছে তাই সব হিসেবেই গরমিল হয়ে যাচ্ছে।

এদিন অধীরকে নিয়ে কংগ্রেসের বার্তা বিলম্বিত বোধোদয় বলে জানান কুণাল ঘোষ। পাশাপাশি তিনি বলেন দিল্লির কংগ্রেস নেতারা আগে কেন এই নিয়ে মুখ খোলেননি? বাংলায় এককভাবেই তৃণমূল কংগ্রেস লড়ছে এবং বিজেপি হারবে। তাঁর কথায়, বিজেপি একা মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে পারে না বলে কংগ্রেস আর সিপিএমকে ভোট কাটুয়া হিসেবে ব্যবহার করেছে। বাংলার মানুষের কাছে এই ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। পাশাপাশি সিপিএমের লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন যে যদি CPIM মনে করে যে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের অধিকার, তাহলে লাল জমানায় জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যরা এই কাজ করেননি কেন? যেহেতু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত তাই বিরোধিতা করতে হবে, এটা যুক্তি হতে পারে না। এদিন বিজেপির এজেন্সি রাজনীতিকে একহাত নিয়ে কুণাল বলেন যেভাবে ভোটের সময় পুরনো কেস খুঁজে তৃণমূল নেতাদের হেনস্থা করা হচ্ছে তৃণমূল তার তীব্র নিন্দা করছে।


 

spot_img

Related articles

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...