আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি! রাজ্যজুড়ে আদ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস আলিপুরের

আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। তবে সোমবার থেকেই ফের বৃষ্টিতে (Rain) ভিজতে পারে গোটা দক্ষিণবঙ্গ। তবে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রবিবার থেকেই। কিন্তু শনি এবং রবিবার কলকাতায় (Kolkata) বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর।

শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তা থেকেই নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। যদিও নিম্নচাপ তৈরির আগেই সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সারা দিন কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। বজায় থাকবে গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২৩ মে সমুদ্রপৃষ্ঠ বেশ উষ্ণ থাকবে। তার ওপর মৌসুমী বায়ু আন্দামান সাগরে পৌঁছে যাবে। অতএব এখনও পর্যন্ত নিম্নচাপ বলয় তৈরির সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ানোর মতো সমস্ত পরিস্থিতি তৈরি হতে পারে। আরও শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপ, তারপর গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেক্ষেত্রে আগামী সপ্তাহের শেষেও রাজ্যজুড়ে বৃষ্টিপাত হতে পারে।

শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে বলেও হাওয়া অফিস জানিয়েছে। তবে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি শুরু হচ্ছে শনিবার থেকেই। শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে সব জেলাতেই। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি, প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।