Wednesday, May 21, 2025

উলুবেড়িয়ায় বিএসএফ জওয়ানের বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, মামলা দায়ের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের মরশুমে বাংলায় এখন কেন্দ্রীয় বাহিনী রয়েছে। রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এবার শ্লীলতাহানির অভিযোগ উঠল। নির্বাচনের ডিউটি করতে এসে বাংলার মেয়েদের উপর কুস্পর্শ নামিয়ে আনার অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই ঘটনা এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখন রাজ্যে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁর সরকারের বিএসএফ জওয়ানের এমন কাজ বিতর্কের সৃষ্টি করেছে।ইতিমধ্যেই বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনে যুবতী কর্মীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল। তারপর বাংলার এক নৃত্যশিল্পীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে রাজ্যপালের বিরুদ্ধে। মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শোনা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর এবার অভিযোগ, অভিযুক্ত জওয়ান এক যুবতীকে জোর করে জড়িয়ে ধরে চুমু খেয়েছেন। আতঙ্কে ওই যুবতী চিৎকার করলে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। হাতেনাতে ওই বিএসএফ জওয়ানকে ধরে ফেলেন। আজ, রবিবার সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উলুবেড়িয়ার কুলগাছিয়াতে।

সরাসরি মহিলাদের ওপর এমন আক্রমণ আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। নির্যাতিতা ওই যুবতীর অভিযোগ, আজ সকাল ৬টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। রাস্তা তখন প্রায় ফাঁকাই ছিল। এমন সময়ে উর্দিধারী এক বিএসএফ জওয়ান তাঁকে লক্ষ্য করে অশ্লীল ইঙ্গিত করেন। এমনকী তাতে সাড়া না দিলে কুপ্রস্তাব দেন। তখনই এই কুপ্রস্তাবের প্রতিবাদ করেন ওই যুবতী। আর প্রতিবাদ করতেই হঠাৎ ওই মহিলাকে জড়িয়ে ধরেন বিএসএফ জওয়ান। আর তাঁকে জোর করে ধরে চুমু খান। এই ঘটনার সঙ্গে সঙ্গে চিৎকার করলে এলাকার বাসিন্দারা ধরে ফেলেন অভিযুক্তকে। সেই সময় অন্য জওয়ান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উলুবেড়িয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ যোগিন্দার পাল নামে ওই বিএসএফ জওয়ানকে থানায় নিয়ে যায়। ওই মহিলা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করলে গোটা ঘটনার তদন্ত শুরু করে উলুবেড়িয়া থানার পুলিশ। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, জোর করে আটকে রাখা এবং হুমকি বিভিন্ন ধারায় পুলিশ মামলা শুরু করেছে।

 

spot_img

Related articles

সীমান্তবর্তী অঞ্চলে বাড়তি নজর দিন! বিধায়কদের বার্তা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের দলীয় বিধায়ক ও নেতাদের সঙ্গে আলাদা কথা বললেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরকন্যার প্রশাসনিক সভা শেষে স্বল্প...

আপনি আছেন: চা-বাগানে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত শ্রমিকরা

বরাবরই পথে হেঁটে জনসংযোগ পছন্দ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পরামর্শ দেন অন্যদেরও। এবার উত্তরবঙ্গ...

মোহনবাগানের পর দেশের জার্সিতেও সাফল্যের লক্ষ্যে শুভাশিস

পুরনো ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতীয় দল(Indian Football Team)। সামনে একটা প্রস্তুতি ম্যাচ...

সুপ্রিম কোর্টে জামিন অধ্যাপক মামুদাবাদের, হরিয়ানা পুলিশকে নোটিশ মানবাধিকার কমিশনের

সুপ্রিম কোর্টে অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন অশোকা ইউনিভার্সিটির অধ্যাপক আলি খান মামুদাবাদ। জামিন পেলেও বুধাবার তদন্ত চলবে বলে...