Monday, August 25, 2025

ঋষি-নীতুর সম্পর্ক নিয়ে অকপট রণবীর, শৈশবের খারাপ স্মৃতি রোমন্থন অভিনেতার!

Date:

কাপুর পরিবারের সদস্যদের সম্পর্কের সমীকরণ কেমন? বলিউডের (Bollywood industry) গ্ল্যামার জগতের ছোট বড় সব তারকার মনেই এই প্রশ্নটা কখনও না কখনও এসেছে। বিভিন্ন সময়ে বিতর্ক দানা বেঁধেছে, ভুয়ো খবর ছড়িয়েছে টিনসেল টাউনে কিন্তু রাজ কাপুর পরিবারের সদস্যরা কেউই প্রকাশ্যে ফ্যামিলি মেম্বারদের সাংসারিক বা দাম্পত্যের সমীকরণ নিয়ে মুখ খোলেননি। ব্যতিক্রম রণবীর কাপুর (Ranbir Kapoor) । শৈশবের ভাঙ্গাচোরা দিনের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ‘অ্যানিম্যাল’ নায়ক। ঋষি-নীতুর (Rishi Kapoor and Neetu Singh) সম্পর্ক যে মসৃণ ছিল না তা জানিয়ে দিলেন RK স্বয়ং!

ঋষি কাপুর এবং নীতু সিং দুজনেই সত্তরের দশকে চুটিয়ে অভিনয় করেছেন সিনেপর্দায়। কর্মজগৎ থেকেই প্রেম এবং তারপর বিয়ে। যদিও ঋষির সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর সিনেমাকে বিদায় জানান নীতু। কিন্তু ভিতর থেকে মেনে নিতে পেরেছিলেন কি? সেলিব্রেটি পরিবারের দাম্পত্য কলহ বারবার বুঝিয়ে দেয় নিজের ক্যারিয়ারকে জলাঞ্জলি দেওয়া সমর্থন করতে পারেননি নীতু নিজেই। তাই কি ঋষি কাপুরের সঙ্গে নিত্যদিন অশান্তি লেগে থাকতো? ঋষি ও নীতুকে নিয়ে বিতর্ক ছিল যথেষ্ট। সেই বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন ছেলে রণবীর। তিনি বলেছিলেন, ‘‘আমি একটা বাংলোয় থাকি। বাবা মা নীচের তলায় থাকেন। আমি এক দিন প্রায় চার ঘণ্টা ধরে সিঁড়িতে বসে ছিলাম। রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ওঁদের মধ্যে ঝগড়া হচ্ছিল। জিনিসপত্র ভাঙচুরের আওয়াজও আসছিল। সবাই এই ধরনের সময়ের মধ্যে দিয়ে যায়। আমার মা-বাবা খ্যাতনামী ছিলেন বলে সেটা সংবাদমাধ্যমে প্রকাশ পেত।’’ অবশ্য রণবীর যে সময় এই মন্তব্য করেছিলেন তখন ঋষি জীবিত ছিলেন। বাবা-মায়ের অশান্তির জন্য স্কুলে অস্বস্তি লাগত বলেও জানান রণবীর।

তবে সবটাই আজ অতীত। রণবীরের নিজের জীবনেও বিতর্ক কিছু কম ছিল না। আপাতত সে সব থেকে অনেকটা দূরে সরে এসে মা, বোন এবং স্ত্রী-কন্যাকে নিয়ে সুখেই আছেন কাপুর পরিবারের এই প্রজন্মের গ্ল্যামারাস নায়ক।

 

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version