দুরন্ত ফর্মে ভারতের ব্যাডমিন্টন তারকা জুটি সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি জুটি। থাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হলেন তারা। রবিবার তারা থাইল্যান্ড ওপেনের ফাইনালে হারান চিন-চিনা তাইপেই জুটি চেন এবং লিউকে। ম্যাচের ফলাফল ২১-১৫, ২১-১৫।

এদিন থাইল্যান্ড ওপেনের পুরুষ ডবলসের ফাইনালে চিনের চেন বো ইয়াং ও চিনা তাইপেইয়ের লিউ ইয়ুর মুখোমুখি হয়েছিলেন সাত্বিক-চিরাগ জুটি। ম্যাচে প্রথম থেকেই দাপট দেখান ভারতীয় ব্যাডমিন্টন তারকা জুটি। সাত্বিক-চিরাগ জুটির দাপটে ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগই পাননি প্রতিপক্ষ জুটি। প্রথম সেটে ৪-১ এগিয়ে যান তাঁরা। সেখান থেকে সমতাও ফিরিয়ে এগিয়ে যায় চিন-চিনা তাইপেই জুটি। কিন্তু ২০ মিনিটের মধ্যে প্রথম সেটে এগিয়ে যান ভারতীয়রা। বরং দ্বিতীয় সেটে ৮-৩ এগিয়ে যাওয়ার পর ফিরে আসা একপ্রকার অসম্ভব ছিল বিপক্ষের জন্য। শেষমেশ ২১-১৫, ২১-১৫-এ ম্যাচ জেতে ভারতীয় তারকা জুটি।

এই ম্যাচের পর চিরাগ বলেন, “ব্যাংকক আমাদের কাছে সবসময় স্পেশাল। ২০১৯ সালে আমরা এখানে প্রথম সুপার সিরিজ জিতেছিলাম। পরে থমাস কাপও জিতি। তাই এখানে ফিরে আসতে ভালো লাগে।”

আরও পড়ুন- ম্যাচ হেরে হতাশ মাহি, ম্যাচ শেষে বিরাটদের সঙ্গে মেলালেন না হাত
