Friday, December 19, 2025

মোদির সভায় থাকা নেতার ব্যাগে ৩৫ লাখ, ধরতেই SP বদলালো কমিশন! ক্ষুব্ধ অভিষেক

Date:

Share post:

রবিবার মেদিনীপুরে আয়োজিত অগ্নিমিত্রা পালের সমর্থনে জনসভায় নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে থাকা সমিত মণ্ডল ধরা পড়েছেন ৩৫ লক্ষ নগদ-সহ। আর বিজেপি নেতা গ্রেফতার হতেই জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এই বিষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishke Banerjee)। সোমবার, নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) পর পর পোস্ট করে ধুয়ে দেন অভিষেক।

এক্স হ্যান্ডেলে (X Handle) অভিষেক লেখেন, “গতকাল খড়্গপুরে প্রধানমন্ত্রীর সভার পরেই সেখানে থাকা বিজেপি নেতা সমিত মণ্ডল হিসেব বর্হিভূর্ত ৩৫ লক্ষ টাকা নগদ-সহ ধরা পড়েন। এখনও কি নিজের কথায় অনড় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? আজ একই জেলার এসপিকে বদলি করেছে নির্বাচন কমিশন।” তীব্র কটাক্ষ করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, “এটাই মোদির গ্যারান্টি: ধর্ষক ও দুর্নীতিবাজদের নিরাপদ আশ্রয়!”

রবিবার মেদিনীপুরে অগ্নিমিত্রা পালের সমর্থনে প্রধানমন্ত্রীর জনসভায় তাঁর সঙ্গে একই মঞ্চে ছিলেন এই সমিত মণ্ডল। তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরও ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। নরেন্দ্র মোদির সভার পরেই রাতে খড়্গপুরের একটি হোটেলে তল্লাশি অভিযান চালিয়ে ৩৫ লক্ষ নগদ-সহ সমিতকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, এলাকায় ভোটারদের প্রভাবিত করতে টাকার বিলির জন্যই নগদ নিয়ে এসেছিলেন বিজেপি নেতা। যে সভায় প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে লম্বাচওড়া ভাষণ দিয়েছেন, সেই সভায় একই মঞ্চে থেকে বিজেপি নেতার এই পরিণতি নিয়ে তীব্র আক্রমণ করেন অভিষেক (Abhishke Banerjee)। এই নিয়েই তীব্র আক্রমণ করে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন,
“মঞ্চে: না খাউঙ্গা না খান দুঙ্গা।
মঞ্চের বাইরে: কালা পয়সা জামাউঙ্গা অর জামানে দুঙ্গা!
গতকাল খড়্গপুরে প্রধানমন্ত্রীর সভার পরেই সেখানে থাকা বিজেপি নেতা সমিত মণ্ডল হিসেব বর্হিভূর্ত ৩৫ লক্ষ টাকা নগদ-সহ ধরা পড়েন। এখনও কি নিজের কথায় অনড় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? আজ একই জেলার এসপিকে বদলি করেছে নির্বাচন কমিশন।”

এরপরেই খবর সামনে আসে জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এই প্রসঙ্গেই বিজেপির অঙ্গুলি হেলনে চলা কমিশনকে নিশানা করেন অভিষেক।






spot_img

Related articles

ফের CPIM-এ নারীগঠিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীগঠিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি...